হোম > খেলা > ক্রিকেট

‘বাংলাদেশের চেয়ে মোস্তাফিজ ভাই আইপিএল ভালো উপভোগ করেন’

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের হয়ে অনেক দিন ধরেই ছন্দে নেই মোস্তাফিজুর রহমান। জাতীয় দলের হয়ে না করলেও এবারের আইপিএলে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন তিনি। ফিরে পেয়েছেন নিজের পুরোনো ফর্ম। চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করায় দেশ-বিদেশের অনেক ক্রিকেট বিশেষজ্ঞের কাছ থেকে পাচ্ছেন প্রশংসাও।

তেমনি প্রশংসা ঝরল মোস্তাফিজের জাতীয় দলের সতীর্থ শরিফুল ইসলামের কণ্ঠেও। আজ ডিপিএলে সুপার লিগে আবাহনীর জয়ের ম্যাচে ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া বাঁহাতি পেসার বলেছেন, ‘অবশ্যই, প্রতিটি ম্যাচ দেখি, মোস্তাফিজ ভাইয়ের প্রতিটি বল দেখি। তাঁর সঙ্গে ম্যাচের পরের দিন কথা হয়। আমার মনে হয়, বাংলাদেশের চেয়ে মোস্তাফিজ ভাই আইপিএল ভালো উপভোগ করেন।’

আইপিএলের হয়ে ভালো করার কারণটাও ব্যাখ্যা করেছেন শরিফুল। জাতীয় দলের চেয়ে আইপিএলে চাপ কম বলে মনে করে বাঁহাতি পেসার বলেছেন, ‘কারণ চাপটা কম। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে, একটু খারাপ করলে অনেক চাপ পড়ে।’

এবারের আইপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১১ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। টুর্নামেন্টের শুরুতে অনেক দিন ‘পার্পল ক্যাপ’ ধরে রাখা বাংলাদেশি পেসার অবশ্য শেষ দুই ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় উইকেটশিকারির তালিকায় স্যাম কারানের সঙ্গে যৌথভাবে পাঁচে আছেন। শেষ দুই ম্যাচের পারফরম্যান্স নিয়ে শরিফুল বলেছেন, ‘তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। হয়তো শেষ দুই একটা ম্যাচ আশানুরূপ পারফরম্যান্স করতে পারে নাই। আর চাপ বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে। কারণ, তিনি তো শেষ কয়েক বছর ধরে ভালো করছেন। তিনি ভালো করছিলেন, কিন্তু সবার চাওয়া অনুযায়ী হয়তো দুই-একটা ম্যাচে করতে পারেননি।’

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন