Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

একই ভুল কেন বারবার করছে বাংলাদেশ, যা বললেন শান্ত

ক্রীড়া ডেস্ক

একই ভুল কেন বারবার করছে বাংলাদেশ, যা বললেন শান্ত

গোয়ালিয়র থেকে দিল্লি—ভেন্যু বদলালেও ভারত সফরে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যানসের ছবিটা একই। টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং-বোলিং কোনোটাতেই জ্বলে উঠতে পারছে না নাজমুল হোসেন শান্তর দল। শান্তর কাছেও ব্যাপারটা ভালো মনে হচ্ছে না।

প্রথম টি-টোয়েন্টি থেকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের উন্নতি কেবল ৮ রানের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে ২২২ রান তাড়া করতে ব্যর্থ বাংলাদেশ আটকে গেছে ৯ উইকেটে ১৩৫ রানে। যেখানে জয়ের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম ওভারে আর্শদীপ সিংকে পিটিয়ে ১৪ রান নেন পারভেজ হোসেন ইমন। ৪ ওভার শেষে স্কোর ছিল ১ উইকেটে ৩৮ রান। সেখান থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। অথচ প্রথম ইনিংসে রিংকু সিং ও নীতিশ কুমার রেড্ডি বাংলাদেশের বোলারদের ‘কাউন্টার অ্যাটাক’ করেছেন। ৮৬ রানে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বললেন, ‘একই ভুলগুলো আবার করলাম। যেটা দল হিসেবে ভালো ব্যাপার না।’

টস জিতে গতকাল বোলিংয়ের সিদ্ধান্ত নেন শান্ত। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে পাওয়ারপ্লেতে (প্রথম ৬ ওভারে) ভারতের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪৫ রান। পরবর্তীতে বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে সাইক্লোন বইয়ে গেছে। তানজিম হাসান সাকিব (৫০) ও রিশাদ হোসেন (৫৫) রান খরচে ‘ফিফটি’ ছুঁয়েছেন। আশানুরূপ বোলিংটা করেছেন শুধু তাসকিন আহমেদ। ৪ ওভারে ১৬ রানে নেন ২ উইকেট। টস জিতে ফিল্ডিং নেওয়া কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘বোলিংয়ের সিদ্ধান্তটা ভালো ছিল। প্রথম ৬-৭ ওভার ভালো বোলিং করেছি। তবে পরবর্তীতে পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।২-৩ উইকেট নেওয়া উচিত ছিল শুরুতে ধাক্কা দেওয়ার পর। কিন্তু আমরা তাদের উইকেট নিতে পারিনি।’

গোয়ালিয়রের সিন্ধিয়া মাধবরাও স্টেডিয়ামে রোববার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। তবে সেই সুযোগটাও শান্তরা কাজে লাগাতে পেরেছিলেন কই! ১৯.৫ ওভারে ১২৭ রানেই শেষ বাংলাদেশ। দিল্লিতে গত রাতে মাহমুদউল্লাহ রিয়াদ ৩৯ বলে ৪১ রান না করলে বাংলাদেশ ১০০ রানের বেশি ব্যবধানে হারতে পারত। টি-টোয়েন্টি সিরিজে শান্তর ব্যাটে এসেছে ৩৮ রান। দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও সিরিজ বাঁচানোর ম্যাচে গত রাতে ইনিংস বড় করতে পারেননি। বাজে ব্যাটিংয়ের দায় স্বীকার করে শান্ত বলেন, ‘ব্যাটার হিসেবে দায় আমাদের নিতে হবে। উইকেটে বেশিক্ষণ থাকতে হবে।’

ভারতকে সুবিধা দিতে কষ্ট করতে হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা

ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চান তামিম

স্টেইনের বিশ্বাস, এক দশকের মধ্যে আফগানিস্তান ট্রফি জিতবেই

‘মন চাইলেই বলতে পারি না, আমাদের একজন সাকিব তৈরি হবে’

আফগানিস্তান না দক্ষিণ আফ্রিকা যাচ্ছে সেমিতে, খেলা দেখবেন কোথায়

সেমির পানির মতো সমীকরণ কি মেলাতে পারবে ‘চোকার্স’ প্রোটিয়ারা

১ পয়েন্ট আর ৩৪০ ডট বল খেলে দেশে ফিরল বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের ‘গেরো’ খুলতে চায় দক্ষিণ আফ্রিকা

২২ টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি শুধু হতাশাই