Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বিবর্ণ কোহলিকে পেছনে ফেললেন লঙ্কায় ঝড় তোলা রোহিত  

ক্রীড়া ডেস্ক

বিবর্ণ কোহলিকে পেছনে ফেললেন লঙ্কায় ঝড় তোলা রোহিত  

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। রোহিত কাঁপালেও কোহলি পারছেন না নিজেকে মেলে ধরতে। লঙ্কা কাঁপানো রোহিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে পেছনে ফেলেছেন কোহলিকে।  

সাপ্তাহিক র‍্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। এক ধাপ এগিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন রোহিত। ভারতীয় ওয়ানডে অধিনায়কের রেটিং পয়েন্ট ৭৬৩। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ২ ম্যাচে ৬১ গড়ে করেছেন ১২২ রান। ১৩৪.০৬ স্ট্রাইকরেট বলে দিচ্ছে ব্যাট হাতে তিনি কতটা বিধ্বংসী। প্রথম দুই ওয়ানডেতে ফিফটি দুটিই ভারতীয় ওপেনার করেছেন ১০ ওভারের আগেই। কোহলির সঙ্গেই মূলত ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে রোহিতের সঙ্গে জায়গা বদল হয়েছে। অফফর্মে   থাকা কোহলি এক ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন। ১৯ গড় ও ৭৪.৫০ স্ট্রাইকরেটে করেছেন ৩৮ রান। সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ কলম্বোর প্রেমাদাসায় খেলছে শ্রীলঙ্কা-ভারত। 

কোহলি-রোহিতের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ভারতের অন্যান্য ক্রিকেটারদেরও জায়গা অদলবদল হয়েছে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন কুলদীপ যাদব। ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে কুলদীপের সঙ্গে যৌথভাবে চারে আছেন মোহাম্মদ সিরাজ। কুলদীপ ও সিরাজ চলমান সিরিজে নিয়েছেন ৩ ও ২ উইকেট। সিরাজ রান বিলিয়েছেন মুক্তহস্তে। কুলদীপ ও সিরাজ বোলিং করেছেন ৩.৩০ ও ৫.৪০ ইকোনমিতে। লঙ্কা সিরিজে না থাকার পরও জসপ্রীত বুমরার অবস্থান পরিবর্তন হয়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে আট নম্বরে এখন বুমরা। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিন স্থান আগের মতোই অপরিবর্তিত।  ৭১৬, ৬৮৮ ও ৬৮৬ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বোলার কেশব মহারাজ, জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।   
 
ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে আছেন বাবর আজম ও শুবমান গিল। বাবর ও গিলের রেটিং পয়েন্ট ৮২৪ ও ৭৮২।  চলমান ওয়ানডে সিরিজে কোহলির মতো গিলও আছেন অফফর্মে। লঙ্কানদের নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার পরই অবনতি হয়েছে চারিথ আসালাঙ্কার। তিন ধাপ পিছিয়ে আসালাঙ্কা এখন ১৭ নম্বরে অবস্থান করছেন। ভারতের বিপক্ষে এখনো পর্যন্ত দুই ইনিংসে ব্যাটিং করে ৩৯ রান করেছেন। পাথুম নিশাঙ্কা তুলনামূলক ছন্দে থাকলেও  র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন। তিন ইনিংসে ৩৩.৬৭ গড়ে করেছেন ১০১ রান। একটি ফিফটি করেছেন।  এক ধাপ পিছিয়ে লঙ্কান ওপেনার নেমে গেছেন ৯ নম্বরে। 

শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। ব্যাটিংয়ের চেয়েও লঙ্কানদের বোলিংটা হচ্ছে দুর্দান্ত। দুই ওয়ানডেতেই ভারতের ৯টি করে উইকেট নিয়েছেন লঙ্কান স্পিনাররা। সিরিজের প্রথম ম্যাচ হয়েছে টাই। দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানরা পেয়েছে ৩২ রানের জয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা ৩৫ ওভারে ১ উইকেটে ১৬৬ রান করেছে। আভিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস ৯২ ও ২৭ রানে ব্যাটিং করছেন। তিন ম্যাচেই টস জিতেছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করল বাংলাদেশ

‘মাহমুদউল্লাহর বড় গুণ ছিল তার নীরবতা’

মাহমুদউল্লাহর অবসরে পেইন–কিলার প্রসঙ্গ আনলেন হৃদয়

বাংলাদেশ দলকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফি এতটাই কমে গেল

ভারতের বিপক্ষে ফাইনাল শেষে নিউজিল্যান্ডের ক্রিকেটারের লম্বা লাফ, শান্তরা কোথায়

নিষিদ্ধের চিঠির পরই আফগানিস্তানের সিরিজ বাতিল

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আইসিসির পুরস্কারও জিতলেন ভারতীয় ক্রিকেটার

‘এত খেলোয়াড়দের অবসর-অবসর করেন কেন’

ক্যারিবীয় কিংবদন্তি মনে করেন, আইসিসি শুধু ভারতের কথা শোনে