হোম > খেলা > ক্রিকেট

মঙ্গোলিয়াকে ১০ রানে শেষ করে ‘লজ্জায়’ ফেলল সিঙ্গাপুর 

ক্রীড়া ডেস্ক

মারমার, কাটকাট টি-টোয়েন্টিতে চার-ছক্কার বন্যা দেখতেই তো মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। তবে মাঝেমধ্যে এমনও অনেক ম্যাচ হয়, যেগুলোর গল্প শেষ হয়ে যায় শুরুতেই। মালয়েশিয়ার বাঙ্গি শহরের ওয়াইএসডি ইউকেএম ক্রিকেট ওভালে আজ অনুষ্ঠিত সিঙ্গাপুর-মঙ্গোলিয়া ম্যাচটা তো তেমনই। ম্যাচে হয়েছে এক বিব্রতকর রেকর্ডও।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এশিয়া অঞ্চলের বাছাইপর্বে আজ মুখোমুখি হয়েছে সিঙ্গাপুর-মঙ্গোলিয়া। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিঙ্গাপুর অধিনায়ক মানপ্রিত সিং। সিঙ্গাপুরের বিধ্বংসী বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকা মঙ্গোলিয়া গুটিয়ে গেছে ১০ রানে। যা ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড। ১০ রানে অলআউটের বিব্রতকর রেকর্ডটি প্রথম হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারীতে কার্টাগোনায়। স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল আইল অব ম্যান। 

১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই অধিনায়ক মানপ্রীতের উইকেট হারায় সিঙ্গাপুর। কিছুটা হলেও হয়তো আশঙ্কা ছিল ১০-এর কমে অলআউট হয়ে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডটি সিঙ্গাপুরের নামে হওয়ার। তবে প্রথম উইকেট হারানোর পর কোনো বিপদেই পড়তে হয়নি সিঙ্গাপুরকে। ৫ বলে ১ উইকেট হারিয়ে দলটি করে ফেলে ১৩ রান। যেখানে মঙ্গোলিয়া ১০ রান করতেই খেলেছে ১০ ওভার। ম্যাচসেরা হয়েছেন সিঙ্গাপুরের লেগস্পিনার হার্শা ভরদ্বাজ। ৩ রানে নিয়েছেন ৬ উইকেট। বোলিং কোটার ৪ ওভারের পুরোটা করেছেন। মেডেন দিয়েছেন ২ ওভার। 

ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে ২০ রানের নিচে অলআউট হওয়ার ঘটনা চারটি। যার তিনটিই মঙ্গোলিয়ার। প্রত্যেকটি হয়েছে এ বছর। জাপান ও হংকংয়ের বোলিং তোপে মঙ্গোলিয়া গুটিয়ে গিয়েছিল ১২ ও ১৭ রানে। যার মধ্যে জাপানের বিপক্ষে ম্যাচটি ছিল দ্বিপক্ষীয় সিরিজ। প্রথমে ব্যাটিং করে জাপান ২১৭ রান করে। ১২ রানে মঙ্গোলিয়া অলআউট হয়ে ২০৫ রানে ম্যাচটি জেতে জাপান।  হংকং-মঙ্গোলিয়া ম্যাচটি টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের।  

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার ৫ ম্যাচ

রান                  দল                             প্রতিপক্ষ                     সাল 
১০                মঙ্গোলিয়া                       সিঙ্গাপুর                    ২০২৪
১০                আইল অব ম্যান              স্পেন                       ২০২৩
১২                মঙ্গোলিয়া                      জাপান                      ২০২৪
১৭                মঙ্গোলিয়া                      হংকং                        ২০২৪
২১                তুরস্ক                           চেক প্রজাতন্ত্র               ২০১৯

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন