হোম > খেলা > ক্রিকেট

সাকিবের কাছে মাহমুদউল্লাহর বিষয়টি অপ্রাসঙ্গিক

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচটি ছিল বাঁচামরার। জিততে পারলে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনাল খেলার সুযোগ থাকত। তবে সেই সুযোগ আর নেই। গতকাল শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরে যাওয়ায়।

২৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পরও শেষে ফিনিশিংয়ের অভাবে ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচ জিতিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাই এভাবে ম্যাচ হারায় স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তিনি দলে থাকলে বাংলাদেশ জিততে পারত কি না।

গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর বিষয়ে সরাসরি এমন কোনো প্রশ্ন না হলেও অভিজ্ঞ ব্যাটারের জায়গায় যাঁরা খেলেছেন, তাতে বাংলাদেশ সন্তুষ্ট কি না, তা জানতে চাওয়া হয়েছিল সাকিব আল হাসানের কাছে। তবে মাহমুদউল্লাহর বিষয়টি অপ্রাসঙ্গিক বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘সর্বশেষ তিন সিরিজে রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ছিলেন না। তখন আপনারা এসব কথা বলেছেন কি না, জানি না। কিন্তু এখন বলছেন। আমার মনে হয় বিষয়টা অপ্রাসঙ্গিক। তাঁর জায়গায় দলে এসেছিল তাওহীদ হৃদয়।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ