Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের ম্যাচে ধারাভাষ্য দিয়ে সমালোচিত অভয়সিঙ্গে

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের ম্যাচে ধারাভাষ্য দিয়ে সমালোচিত অভয়সিঙ্গে

ধারাভাষ্যকারদের সমালোচনার মুখে পড়া নতুন কিছু নয়। সামাজিকমাধ্যমে তাদের মন্তব্য নিয়ে প্রায়ই হয় সমালোচনা। এবার বাংলাদেশের ম্যাচে ধারাভাষ্য দিয়ে আলোচনায় এসেছেন রোশন অভয়সিঙ্গে।

গতকাল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের ১৩ তম ওভারের সময় বোলিংয়ে আসেন নাহিদা আক্তার। নাহিদার তৃতীয় বল করার পরই নো বল ঘোষণা দেন আম্পায়ার। ধারাভাষ্যকক্ষে অভয়সিঙ্গে তখন বলেন, ‘এটা নো বল দেওয়া হয়েছে। এটা তো ক্ষমার অযোগ্য। ক্ষমার অযোগ্য দুই কারণে। প্রথমত তিনি স্পিনার। দ্বিতীয় কারণ তিনি নারী। আমি মনে করি না তারা এত লম্বা পা ফেলতে পারেন। সেকারণে আমি খুব অবাক হয়েছি যে তিনি কীভাবে ওভারস্টেপ করলেন।’

ধারাভাষ্যকক্ষে এমন মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন অভয়সিঙ্গে। লঙ্কান এই ধারাভাষ্যকারের মন্তব্যের পর নারী ধারাভাষ্যকার জর্জি হেলথ টুইট করেন, ‘নারী ক্রিকেটে ধারাভাষ্য দেওয়া থেকে তাকে পুরোপুরি বহিষ্কার করা উচিত।’ অভয়সিঙ্গে এরপর ক্ষমা চেয়ে বলেন, ‘হেলো জর্জি, আপনারা কেউ যদি বিরক্ত বোধ করে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই মন্তব্যগুলো অপমান করে করা হয়নি। যথাযথ ক্রিকেটীয় দিক থেকে মন্তব্যগুলো করা হয়েছে। আমি এখনও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

প্রথম টি-টোয়েন্টিতে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ। ১১ ও ১২ মে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সব ম্যাচই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে।

বৃষ্টির পেটে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

ইংল্যান্ডকে আবারও চমকে দিতে চায় আফগানিস্তান

বাংলাদেশকে হারাতে সেই চোটের ‘নাটক’ নিয়ে মুখ খুললেন গুলবাদিন

‘পাকিস্তান ক্রিকেট মরে গেছে’

পাকিস্তানের বাজে আবহাওয়াই হতে দিচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফির এই ম্যাচ

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন বাংলাদেশের সাবেক কোচ

চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথে আবারও নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানো নিয়ে কী বললেন পাকিস্তানি ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া, সেমির পথে এগিয়ে যাবে কে আজ

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম-ওয়াকাররাও