হোম > খেলা > ক্রিকেট

দুই ধাপ দূরত্বে শেখ জামাল, রূপগঞ্জ ডার্বিতে মাশরাফিদের হাসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুপার লিগেও সে ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি।

বিকেএসপির তিন নম্বর মাঠে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭২ রানে হারিয়েছে শেখ জামাল। বাকি চার ম্যাচের দুটি জিতলেই চ্যাম্পিয়ন হবে ইমরুল কায়েসের দল। 

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৭১ রানের বড় স্কোর দাঁড় করায় শেখ জামাল। ওপেনিং জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন সাইফ হাসান আর রবিউল ইসলাম রবি। দুজনের জুটি থেকে আসে ৭৮ রান। সাইফ ২৫ রানে আউট হলেও ফিফটি পূর্ণ করে ৫৮ রানে ফেরেন রবিউল। 

তিনে নেমে অধিনায়ক ইমরুল কায়েস ২৪ রানের বেশি করতে পারেননি। তবে গাজী গ্রুপ ক্রিকেটার্স বোলারদের আসল পরীক্ষা নেন নুরুল হাসান সোহান আর ভারতীয় অলরাউন্ডার পারভেজ রাসুল। দুজনের ব্যাট থেকে চতুর্থ উইকেট জুটিতে আসে ১৪২ রান। মাহরেজ মাহবুব নিলয়ের বলে আউট হওয়ার আগে ৭২ বলে ৬ চার এক ছক্কায় ৭৩ রান করেন সোহান। একই বোলারের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৬৪ বলে ৭ চার আর ২ ছক্কায় ৭৩ রান করেন রাসুলও। 

২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় গাজী গ্রুপ। ৭৭ রানে ৪ উইকেট হারানোর ধাক্কা সামলে উঠতে পারেনি তারা। একপ্রান্তে আগলে রেখে ভরসা হয়ে থাকা ভারতীয় ব্যাটার ধ্রুব শোরে ইবাদত হোসেনের বলে ৫৫ রানে আউট হন। অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে ১৪ রান। শেখ জামালের হয়ে ৩টি করে উইকেট নেন ইবাদত ও রাসুল। অলরাউন্ড নৈপুণ্যে রাসুলই হয়েছেন ম্যাচসেরা। 

বিকেএসপির আরেক মাঠে ‘রূপগঞ্জ ডার্বি’ও হয়েছে ম্যাড়ম্যাড়ে। মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ ৫৫ রানে হারিয়েছে নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। 

টস জিতে আগে ব্যাটিং করে ৩২৫ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে ৯ উইকেট হারিয়ে ২৭০ রানে থামে রূপগঞ্জ টাইগার্স। 

লম্বা সময় পর সেঞ্চুরির দেখা পেয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটার সাব্বির রহমান। তাঁর ১২৫ রানের ইনিংসের সঙ্গে ভারতীয় ব্যাটার চিরাগ জানির অপরাজিত ৯৫ রানের সুবাদে বড় সংগ্রহ পায় দলটি। ১১১ বলে সমান ৮টি করে চার ও ছক্কায় নিজের ইনিংসটি সাজান সাব্বির। চিরাগ ছিলেন আরও আক্রমণাত্মক। তাঁর অপরাজিত ৯৫ রানের ইনিংসটি এসেছে ৬৬ বলে। ৭ ছক্কার বিপরীতে চার ৪ টি। 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৫৯ রানে ৪ উইকেট হারায় রূপগঞ্জ ক্রিকেটার্স। ৯৬ রানে হারায় পঞ্চম উইকেট। ষষ্ঠ উইকেট জুটিতে পাকিস্তানি ব্যাটার সাদ নাসিমের সঙ্গে বিপর্যয় সামাল দিয়ে দলকে টানার চেষ্টা করেন মোহাম্মদ শরীফুল্লাহ। তবে ২৯ রানের বেশি করতে পারেননি। 

একপ্রান্ত আগলে রাখা নাসিমের ইনিংসটি শুধুই হারের ব্যবধান কমিয়েছে। ১০৭ বলে ১১৬ রান করে অপরাজিত থাকেন নাসিম। ৪৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের বাঁহাতি স্পিনার নাবিল সামাদ। অধিনায়ক মাশরাফি নিয়েছেন এক উইকেট।

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন