Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক    

আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কা
শুক্রবার এভাবে ঢাকা ছিল ইডেন গার্ডেন্স। ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। উদ্বোধনী ম্যাচে মাঠে নামার কথা কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু বিরাট কোহলি-আন্দ্রে রাসেলদের ম্যাচটি নিয়ে শঙ্কা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আকাশে গত রাত থেকেই ঘন কালো মেঘ, কিছু এলাকায় পড়ছে বৃষ্টিও। মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার সন্ধ্যাতেও আছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে দেখা দিয়েছে তাই অনিশ্চয়তা।

১৮ বছরের আইপিএলে কখনো উদ্বোধনী ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়নি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বৃষ্টিও পড়ছে। শুক্রবার বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অনুশীলনও। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?

লিগ পর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে থাকে না। ফলে বৃষ্টির জন্য সময় নষ্ট হলে প্রথমে চেষ্টা করা হবে ওভার কমিয়ে ম্যাচ গড়ানোর। ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত ৮টায়। বৃষ্টির কারণে ওভার কমলেও অন্তত ৫ ওভার খেলা গড়াতে হবে ফলের জন্য। নিয়ম অনুযায়ী, স্থানীয় সময় রাত ১২.০৬ মিনিটের মধ্যে খেলা শেষ করতেই হবে। যে কারণে ৫ ওভারের ম্যাচ করতে হলে সেটা শুরু করতে হবে রাত ১০.৫৬ মিনিটের মধ্যে। একান্তই যদি খেলা না হয় তা হলে দুই দল এক পয়েন্ট করে পাবে।

আজ কলকাতায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিসের জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। টানা বৃষ্টির সম্ভাবনা নেই, যা আশা জাগাচ্ছে সমর্থকদের মনে। ভরসা জোগাচ্ছে ইডেনের পানি নিষ্কাশন ব্যবস্থাও। পুরো মাঠ ঢেকে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। ফলে ভারী বৃষ্টি হলেও তা থামার পর খুব বেশি সময় লাগবে না ম্যাচ শুরু করতে।

‘ভারতের গ্যালারিতেও হামজা-হামজা স্লোগান উঠেছিল’

যে স্টেডিয়ামকে ৫ বছরের জন্য ‘নিজেদের সম্পত্তি’ বানাল আফগানিস্তান

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

পাকিস্তানকে দুমড়েমুচড়ে নিউজিল্যান্ডের নতুন রেকর্ড

তামিমকে থাইল্যান্ড নেওয়ার পরিকল্পনা

দীর্ঘ মেয়াদে শান্তদের দায়িত্ব পেয়ে খুশি সিমন্স

ঢাকায় তামিমের চিকিৎসা শুরু, এভারকেয়ারে ক্রীড়া উপদেষ্টা

পুলিশি প্রটোকলে ঢাকায় আনা হচ্ছে তামিমকে

বিজয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল লিটনের ঝড়

‘আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না’