হোম > খেলা > ক্রিকেট

৭১ টেলিভিশনকে মুশফিকের আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। কিন্তু এই টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট নিয়ে হয়েছিল ব্যাপক আলোচনা। 

পরে মুশফিকের অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি ফিক্সিংয়ের অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রচার করেছিল। যদিও পরে সেটি সরিয়ে নিয়েছিল তারা। 

এবার সেই ইস্যুতে ফিক্সিংয়ের অভিযোগ তুলে প্রতিবেদন প্রচার করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভিকে আইনি নোটিশ পাঠিয়েছেন মুশফিক। জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের পক্ষে তাঁর আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এই নোটিশ পাঠান। আইনি নোটিশে চারটি বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি চাওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

হাত দিয়ে বল ফিরিয়ে এভাবে আউট হওয়া বাংলাদেশের প্রথম ব্যাটার মুশফিক। সাড়ে ১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অভিজ্ঞ ক্রিকেটারের এমন আউট নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। মুশফিকের আউটের ধরন নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি ৬ ডিসেম্বর ‘মিরপুর টেস্টে স্পট ফিক্সিংয়ের গন্ধ, সন্দেহ সিনিয়র ক্রিকেটারের দিকে’—শিরোনামে একটি প্রতিবেদন নিজেদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচার করে।

প্রতিবেদনে ফিক্সিংয়ের বিষয়টি উল্লেখ করা হয়, জানানো হয় বিষয়টি বিসিবি ও আইসিসিও তদন্ত করতে পারে। পরের দিন এ নিয়ে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দেয় টেলিভিশন চ্যানেলটি। 

এমন খবরের প্রতিবাদে পাঠানো আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, এই প্রতিবেদনের কারণে পারিবারিক, সামাজিক ও ব্যক্তি পর্যায়ে মুশফিকের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তিনি এই বিকৃত তথ্যসংবলিত প্রতিবেদনের কারণে মানসিকভাবে বিধ্বস্ত সময় পার করেছেন বলে উল্লেখ করা হয়। নির্ভরযোগ্য দলিল, উপযুক্ত তথ্য ছাড়াই ফিক্সিংয়ের অভিযোগ তুলে খবর প্রকাশ করায় এই আইনি নোটিশ দেওয়া হয়েছে। 

নোটিশে উল্লেখ করা হয়েছে, সেই প্রতিবেদন সাংবাদিকতার নীতি-আদর্শ মেনে করা হয়নি। ৭১ টিভির মতো সুপরিচিত চ্যানেলে এমন প্রতিবেদন প্রকাশ অপ্রত্যাশিত। দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির অপরাধ ও সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ (১) (ক), ২৫ (২) এবং ২৯ ধারায় সাইবার বুলিংয়ের অপরাধ উল্লেখ করে প্রতিকার চাওয়া হয়েছে। সেটা না হলে ফৌজদারি ও ক্ষতিপূরণ আদায়ের দেওয়ানি আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইনি নোটিশে যে চারটি বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি চাওয়া হয়েছে, নোটিশের ভাষায় সেগুলো তুলে ধরা হলো— ১. অতিসত্বর ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অসত্য ও মনগড়া প্রতিবেদনটি সরিয়ে ফেলতে ও সরিয়ে ফেলার ব্যবস্থা নিতে বলা হয়েছে। ২. ভুল ও অসত্য এবং মানহানিকর তথ্যসংবলিত প্রতিবেদনের জন্য ৭১ টেলিভিশনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাসহ তাদের টিভি চ্যানেলে এই সংক্রান্ত প্রতিবেদন প্রচার করতে বলা হয়েছে। ৩. ৭১ টেলিভিশনকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের এই মনগড়া, ভুল প্রতিবেদনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। ৪. সংশ্লিষ্ট প্রতিবেদক সাইফুল রূপককে ভবিষ্যতে এমন অসত্য ও মনগড়া প্রতিবেদন না করার বিষয়ে সতর্ক করা হয়েছে মর্মে মুশফিকুর রহিমের নিকট লিখিতভাবে ৭১ টেলিভিশন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন