হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান ম্যাচে চোট পেয়ে মাঠছাড়া উইলিয়ামসন 

চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না কেইন উইলিয়ামসনের। প্রায় সময়ই শোনা যায় উইলিয়ামসনের চোটে পড়ে মাঠ ছাড়ার কথা। পাকিস্তানের বিপক্ষে আজও দেখা গেছে এমন ঘটনা। 

পাকিস্তানের বিপক্ষে আজ হ্যামিলটনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলছে নিউজিল্যান্ড। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকা নিউজিল্যান্ডের প্রথম উইকেট পড়েছে ষষ্ঠ ওভারে। ৫.১ ওভারে কিউইদের স্কোর ১ উইকেটে ৫৯ রান হওয়ার পর ব্যাটিংয়ে নামেন উইলিয়ামসন। ওপেনার ফিন অ্যালেনের সঙ্গে উইলিয়ামসনের জুটিটা দারুণ জমে গিয়েছিল। দ্বিতীয় উইকেটে ২৯ বলে ৫২ রানের জুটি গড়েন উইলিয়ামসন-অ্যালেন। এর পরই বাধে বিপত্তি। দশম ওভারে রান নিতে গিয়ে মনে হয়েছে তিনি হ্যামস্ট্রিংয়ে মারাত্মক ব্যথা অনুভব করেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ১১তম ওভার শুরু হওয়ার আগেই। মাঠ ছাড়ার আগে ১৫ বলে ২৬ রান করেন।

 

চোটে পড়ায় ফিল্ডিংও তিনি করবেন না বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ব্ল্যাকক্যাপস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘কেইন উইলিয়ামসন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ে ফিরবেন না। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তাঁর মাঠে নামা হচ্ছে না। দশম ওভারে রান নিতে গিয়ে চোটে পড়ে আহত অবসর হয়ে মাঠ ছেড়েছেন।’   

উইলিয়ামসন নিয়মিত বিরতিতে চোটে পড়ছেন ২০২৩ সাল থেকেই। গত বছর আইপিএলে তিনি খেলেন গুজরাট টাইটান্সের হয়ে। তবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেই লিগামেন্টের মারাত্মক চোটে পড়েন। যার ফলে ২০২৩ বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে ঝুঁকি ছিল। তবু বিশ্বকাপে তিনি খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে উইলিয়ামসন ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। ১০৭ বলে ৭৮ রান করে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। তাতে আবার ৪ ম্যাচ বিরতিতে খেলতে নামতে হয়েছিল নিউজিল্যান্ডের এই ব্যাটারকে। ভারতে অনুষ্ঠিত গত বছরের বিশ্বকাপে ৪ ম্যাচে ৮৫.৩৩ গড়ে করেন ২৫৬ রান। টুর্নামেন্টে ৩টি ফিফটি করেছিলেন তখন।    

 

 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ