টি-টোয়েন্টি বিশ্বকাপের দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি অনেকের হিসাবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটও। তবে সে হিসাবে প্রথম ম্যাচে তাদের পারফরম্যান্স তেমন উজ্জ্বল হলো কই! গায়ানায় প্রভিডেন্স পুঁচকে পাপুয়া নিউগিনির ১৩৬ রান তাড়া করতে আসা ক্যারিবিয়ানদের খেলতে হয়েছে ১৯ ওভার পর্যন্ত। ৫ উইকেটে জিতেছে রভম্যান পাওয়েলের দল।
একটা পর্যায়ে তো জয়ের জন্য ১৯ বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৩৭ রান। এরপরই রোস্টন চেজ (২৭ বলে ৪২ *) এবং আন্দ্রে রাসেল (৯ বলে ১৫ রান) স্বমূর্তিতে আবির্ভূত হলে ৬ বল ও ৫ উইকেট হাতে রেখে জেতে ওয়েস্ট ইন্ডিজ। চেজের ইনিংস সর্বোচ্চ হার না মানা ৪২ রান ছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ করেন ওপেনার ব্র্যান্ডন কিং।
এর আগে প্রথমে ব্যাট করে পাপুয়া নিউগিনি ৮ উইকেটে করে ১৩৬ রান। নবম ওভার শেষ হওয়ার আগেই ৫০ রানে ৫ উইকেট খুইয়ে ফেললে ভাবা হয়েছিল আগেভাগেই অলআউট হয়ে যাবে আইসিসির সহযোগী সদস্যদেশের দলটি। কিন্তু সেসে বাউয়ের ফিফটির সুবাদে ২০ ওভারে ১৩৬ রান তোলে তারা। ৪৩ বলে ৬ চার ও ১ ছয়ে বাউ করেন ৫০ রান। আন্দ্রে রাসেল ও আলজারি জোসেফ ২টি করে উইকেট নেন।