হোম > খেলা > ক্রিকেট

এই বিপিএলে তিন সেঞ্চুরির দুটিই তরুণ বাংলাদেশি ব্যাটারের

২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যত শেষের দিকে এগোচ্ছে, ততই জমজমাট হয়ে উঠেছে। রানের বন্যা চলছে টুর্নামেন্টে। ক্রিকেটারদের ব্যাটে ৭০-৮০ রানের স্কোর তো এখন নিয়মিত। তিন সেঞ্চুরি হয়ে গেছে টুর্নামেন্টে, যার দুটিই বাংলাদেশের।

এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি আসতে লেগেছে ২৬ ম্যাচ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে গত ৯ ফেব্রুয়ারি সেঞ্চুরি করেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের তাওহীদ হৃদয়। ৫৭ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। সেই সেঞ্চুরিও তিনি এমন দিনে পেলেন, যেটা ছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের চার বছর পূর্তির দিন।

সেই সেঞ্চুরির চার দিন পর বিপিএল দেখল আরও এক সেঞ্চুরি। ১৩ ফেব্রুয়ারি ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সেঞ্চুরিয়ান সেই কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের উইল জ্যাকস। জ্যাকসের সেঞ্চুরি এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। তিনিও করেন ১০৮ রান। ইংলিশ এই ব্যাটারের লেগেছে ৫৩ বল। ঠিক ১ সপ্তাহ পর আজ চট্টগ্রামেই দেখা মিলল আরেক সেঞ্চুরির। এবারের সেঞ্চুরিয়ান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান তামিম। খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৫৮ বল। ৬৫ বলে ৮ চার ও ৮ ছক্কায় করেন ১১৬ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা স্কোর।

তানজিদ তামিমের সেঞ্চুরি করার ম্যাচে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স করেছে ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রান। খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচটি ‘ডু অর ডাই’ বললেও অবশ্য ভুল হবে না। প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই দলেরই।

২০২৪ বিপিএলের সেঞ্চুরি: 
তাওহীদ হৃদয় (কুমিল্লা ভিক্টোরিয়ানস) ; ১০৮ *; প্রতিপক্ষ: দুর্দান্ত ঢাকা; ৯ ফেব্রুয়ারি, ২০২৪ 
উইল জ্যাকস (কুমিল্লা ভিক্টোরিয়ানস) ; ১০৮ *; প্রতিপক্ষ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স; ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ 
তানজিদ হাসান তামিম (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ; ১১৬; প্রতিপক্ষ: খুলনা টাইগার্স; ২০ ফেব্রুয়ারি, ২০২৪

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ