হোম > খেলা > ক্রিকেট

কঠিন পথ পাড়ি দিয়েই পঞ্চগড়ের ফারিহার রেকর্ড

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ, সেটিও আবার এশিয়া কাপে—ইতিহাস গড়তে এর চেয়ে ভালো মঞ্চ আর কোথায় পেতেন ফারিহা ইসলাম তৃষ্ণা! আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন তৃষ্ণা। অভিষেকে দারুণ কিছু করতে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন বলে জানিয়েছেন এই বাঁহাতি পেসার।

আজ মালয়েশিয়ার ইনিংসের প্রথম ৩ উইকেট নিয়েই অভিষেকে হ্যাটট্রিক করলেন তৃষ্ণা। তাতে নেপালের অঞ্জলি চাঁদের পর দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। বাংলাদেশি নারীদের মধ্যেও দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন ফারিহা। ফারিহার আগে হ্যাটট্রিক করেছিলেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত ফারিহা ম্যাচ শেষে বলেন, ‘অভিষেক ম্যাচেই বিশ্বাস ছিল ভালো কিছু হবে বা করতে হবে। চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। এনসিএলে (জাতীয় লিগে) ভালো খেলেছি। এই উইকেট আমার জন্য সৌভাগ্যের। যখনই (এখানে) আমি খেলি, ভালো কিছু চেষ্টা করি অথবা হয়।   হ্যাটট্রিক হয়েছে, এতে অনেক খুশি। অভিষেক ম্যাচেই স্মরণীয় কিছু করতে পারছি।’ 

পঞ্চগড় থেকে উঠে আসা ফারিহা জানালেন, তাঁর বেড়ে ওঠার পথটা মোটেও মসৃণ ছিল না, ‘পঞ্চগড়ে ক্রিকেটটা মেয়েদের জন্য অনেক কঠিন। ক্রিকেট বলতে ছেলেদের ছাড়া মেয়েদের কিছুই নেই। আমাদের মাঠ আছে অথচ অনুশীলন করা যাচ্ছে না। সমর্থনের কথা যদি বলেন, তাহলে বাবা-মায়ের অনেক সমর্থন পেয়েছি। ক্রিকেটে আসার পেছনে আমার স্কুলের শিক্ষক আমিনুদ্দিন স্যারের অনেক সহায়তা ছিল।’

জাহানারা আলমের থেকে আজ অভিষেক টুপি নিয়েছেন তৃষ্ণা। এতে ভীষণ রোমাঞ্চিত তৃষ্ণা বলেছেন, ‘তাঁর (জাহানারা) হাত থেকে ক্যাপ নিতে পেরে অনেক খুশি। তিনি অভিজ্ঞ ক্রিকেটার, শুরু থেকে ক্রিকেটে আছে। বাংলাদেশের সেরা পেস বোলার। তাঁর কাছ থেকে ক্যাপ নিতে পেরে খুশি লেগেছে। তিনি শুভেচ্ছা জানিয়েছেন, যেন ভালো করতে পারি।’

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

সেকশন