হোম > খেলা > ক্রিকেট

এবার নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে সুপার এইটের পথে আফগানিস্তান

ব্যাটিংয়ের শুরুটা যেভাবে করেছিল, শেষটা সেভাবে করতে পারেনি আফগানিস্তান। তাতে অবশ্য জয় পেতে কোনো সমস্যা হয়নি তাদের। প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে তারা। 

নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে নেমে আজ গায়ানায় আফগানিস্তানের কাছে গুঁড়িয়ে গেছে নিউজিল্যান্ড। নির্দিষ্ট করে বললে ব্যাটিংয়ে রহমানউল্লাহ গুরবাজ আর বোলিংয়ে ফজলহক ফারুকি এবং রশিদ খানের কাছেই বিধ্বস্ত হয়েছে কিউইরা। ১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭৫ রানে অলআউট হয়েছে তারা। 

ম্যাচে ৪টি করে উইকেট নিয়েছেন ফারুকি ও রশিদ। বাকি ২টি পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। বোলিংয়ে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার শুরুটা করেন ফারুকি। প্রথম চার ব্যাটারের তিনজনকেই আউট করেন বাঁহাতি পেসার। তাঁর বোলিং তোপে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে পরাজয়ের দিকে যেন এগিয়ে যেতে থাকে কেন উইলিয়ামসনের দল। নিজেও ৯ রানের বেশি করতে পারেননি কিউই অধিনায়ক। 

আফগানিস্তানের জয়ের বাকি কাজটুকু সারেন রশিদ-নবি। ৯তম ওভারে প্রথম দুই বলে মার্ক চ্যাপমান ও মাইকেল ব্রেসওয়েলকে পর পর ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ পাওয়া রশিদ কিউইদের ম্যাচ থেকেই ছিটকে দেন। হ্যাটট্রিক করতে না পারলেও পরে আরও ২টি উইকেট নিয়ে দলকে ৭৫ রানের বড় জয় এনে দেন তিনি। মাঝে ১৬ রানে ২ উইকেট নেওয়া নবির শিকার মিচেল স্যান্টনার আর গ্লেন ফিলিপস। ৪ উইকেটের মতো সমান ১৭ রান করে খরচ করেছেন রশিদ-ফারুকি। 

নিউজিল্যান্ডের হয়ে মাত্র ২ জন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন। তাঁরা হচ্ছেন—সর্বোচ্চ রানকারী ফিলিপস (১৮) আর ম্যাট হেনরি (১২)। প্রতিপক্ষের টপ অর্ডারকে শুরুতেই ধসিয়ে দেওয়ার কারণে পরে ম্যাচসেরার স্বীকৃতিও পেয়েছেন ফারুকি। কিউইদের ৮৪ রানে বিধ্বস্ত করে সুপার এইটের পথটাও মসৃণ করেছে আফগানিস্তান। ৪ পয়েন্ট নিয়ে বর্তমান শীর্ষে তারা। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আজও দুর্দান্ত শুরু পায় আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে ১৫৪ রানের জুটি গড়া গুরবাজ-ইব্রাহিম জাদরান আজও সেঞ্চুরি রানের জুটি গড়েছেন। আগের থেকে কম করলেও ১০৩ রানের জুটিতে আফগানরা বড় রানের সংগ্রহই দেখছিল। 

তবে ৪৪ রানে ইব্রাহিম আউট হওয়ার পর দৃশ্যপট যায় উল্টে। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করলেও পরে আফগানদের ১৫৯ রানের বেশি এনে দিতে পারেননি গুরবাজ। ১৪২.৮৫ স্ট্রাইকরেটের ইনিংসে সমান ৫টা করে চার-ছয় মেরেছেন এই ওপেনার। কিউইদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট ও হেনরি।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ