ক্রীড়া ডেস্ক
টেস্ট ক্রিকেট বাংলাদেশের সাফল্য হাতে গোনা। ঘরের মাঠের টেস্ট জয়ের পরিসংখ্যান বাদ দিলে বিদেশের মাটিতে সেই সংখ্যা আরও নগণ্য। এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়।
২০২২ সালের শুরুতে এই ঐতিহাসিক টেস্ট জয়ে কিউইদের ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসে রীতিমতো আগুনের ফুলকি ফুটিয়েছেন ইবাদত হোসেন। ২১ ওভার বল করে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার। তাঁর বোলিংয়েই নিউজিল্যান্ডকে ১৬৯ রানে বেধে রাখতে পারে টাইগাররা। আর আট উইকেটে জয় পায় বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ম্যাচ জয়ের নায়কও ইবাদত হোসেনই। এতে এবার মাঠের বাইরের স্বীকৃতিও জুটল বাংলাদেশের তরুণ পেসারের। উইজডেনের বর্ষসেরা টেস্ট বোলিং হিসেবে নির্বাচিত হয়েছে ইবাদতের এই বোলিং ফিগার।
আজ উইজডেন ম্যাগাজিন ২০২২ সাল রিভিউ করে মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় ইনিংসে ইবাদতের বোলিং ফিগারকে বর্ষসেরা টেস্ট ফিগারের মর্যাদা দিয়েছে।
২০১৯ সালের মার্চে টেস্টে অভিষেক হয় ইবাদতের। গত বছর নিউজিল্যান্ড সিরিজের আগে ১০ টেস্ট খেলে উইকেট ছিল মাত্র ১১ টি। বোলিং গড় ছিল ৮১.৫৪। তবে নিউজিল্যান্ড থেকেই ইবাদতের উত্থানটা শুরু হয়েছে বলা যায়।