ক্রীড়া ডেস্ক
মোহাম্মদ আমিরের সঙ্গে রমিজ রাজার সম্পর্কটা যে সাপে-নেউলে ছিল সেটার প্রমাণ আরেকবার পাওয়া গেল। সম্প্রতি এক অনুষ্ঠানে সাবেক পিসিবির সভাপতি এবং ব্যাটার জানিয়েছেন, আমিরকে আর পাকিস্তান দলে খেলতে দেওয়া উচিত নয়।
কিছুদিন আগে অবসর ভেঙে পাকিস্তান দলের ১০ দিনের আর্মি ট্রেনিং ক্যাম্পে ফিরেছেন আমির। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই ক্যাম্প করছে পাকিস্তান। দলে পুনরায় সুযোগ পাওয়ার জন্য যখন নিজেকে তৈরি করছেন আমির ঠিক তখনই এমন মন্তব্য করলেন রমিজ রাজা। সাবেক সভাপতি বলেছেন, ‘আমির সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি খুবই সোজা। ক্রিকেটকে ঠিক করার শপথ নিইনি। তবে বিশ্বাস করি সমাজ এবং সমর্থকদের বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ। যখন সে ফিক্সিং করেছিল তখন আমি লর্ডসের প্রেসবক্সে ছিলাম। ফিক্সারদের চিন্তিত করার পর মন্তব্য করায় সে সময় আমার প্রতি তীব্র ঘৃণা বর্ষিত হয়েছিল। সে সময় মিডিয়া থেকে যত সমালোচনা সহ্য করতে হয়েছে তা কখনো ভুলতে পারব না।’
২০১০ সালে লর্ডসের টেস্টে মোহাম্মদ আসিফ, সালমান বাটের সঙ্গে ম্যাচে ফিক্সিং করেছিলেন আমির। সেই ঘটনার পর সবাই নিষিদ্ধ হয়েছিলেন। পরে নিষেধাজ্ঞা কাটিয়ে বাকি দুজন জাতীয় দলে সুযোগ না পেলেও আমির পেয়েছিলেন। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের সদস্যেও ছিলেন। তবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়েন। পরে হঠাৎ করেই ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।