হোম > খেলা > ক্রিকেট

কোহলির শততম সেঞ্চুরির সম্ভাবনা দেখছেন শোয়েব আখতার 

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ডে রিকি পন্টিংকে তো ছাড়িয়ে গেছেন আগেই। কোহলির সামনে এখন শুধু শততম সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকার। শোয়েব আখতার মনে করেন, শচীনকে ছুঁতে পারবেন কোহলি।

সেঞ্চুরিকে ‘ডালভাত’ বানিয়ে ফেলা কোহলি মাঝে অবশ্য নিজেকে হারিয়ে খুঁজছিলেন। ২০১৯-এর নভেম্বরের পর ২০২২-এর সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। এরপর থেকে কোহলি তিন অঙ্ক ছুঁয়ে ফেলছেন হরহামেশাই। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরি এখন ৭৫। আহমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ তিন অঙ্ক ছুঁয়েছেন ভারতীয় এই ব্যাটার।

রেকর্ড গড়তে কোহলিকে শুধু ওয়ানডে ও টেস্ট খেলতে বলেছেন শোয়েব। পাকিস্তানের এই পেসারের মতে, টি-টোয়েন্টি খেললে শরীরের ওপর অনেক ধকল যায়। স্পোর্টস তাককে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলব, তার শুধু টেস্ট ও ওয়ানডে খেলা উচিত। সে টি-টোয়েন্টিতে দারুণ কিছু করতে চায়। তবে টি-টোয়েন্টিতে শরীরের ওপর অনেক ধকল যায়। শরীরের কথাও তার ভাবতে হবে। এখনো সে ৬ থেকে ৮ বছর খেলে যেতে পারবে। যদি সে ৩০-৩৫টি টেস্ট ম্যাচ খেলে, আমি নিশ্চিত এই ম্যাচগুলোতেই সে ২৫ সেঞ্চুরি পেয়ে যাবে।’

‘সেঞ্চুরির সেঞ্চুরি’ থেকে কোহলি দূরে থাকলেও ওয়ানডেতে শচীনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন। ওয়ানডেতে শচীনের সেঞ্চুরি ৪৯ আর ৪৬ সেঞ্চুরি কোহলির।

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

সেকশন