হোম > খেলা > ক্রিকেট

দ্রুত ম্যাচ শেষ করতে গিয়েই ১৫ বলে ফিফটি ইমনের

ক্রীড়া ডেস্ক    

পারভেজ হোসেন ইমন। ছবি: বিসিবি

ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন পারভেজ হোসেন ইমন। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে ছিলেন এই ওপেনার। চলতি মৌসুমেও চলছে ইমনের দাপুটে ব্যাটিং। আবাহনীর হয়ে ৯ ম্যাচে এরই মধ্যে করেছেন ৪৭৪ রান। স্ট্রাইকরেটও ১০০ ছুঁই ছুঁই। দুই সেঞ্চুরির সঙ্গে করেছেন তিন ফিফটি।

সেরা রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন ইমন। গত পরশু শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। ৮৮ রানে শাইনপুকুরকে গুঁড়িয়ে দেয় আবাহনী। ৮৯ রানের লক্ষ্য ৪০ বলের মধ্যে জিতে যায় তারা। দলকে দ্রুত জেতাতে মূল ভূমিকা রেখেছিলেন তিনি পারভেজ। ২৩ বলে ৬ ছক্কা ও ৪টি চারে ৬৩ রান করেছেন তিনি। ১৫ বলে করেছিলেন ডিপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটি।

গত পরশু শাইনপুকুর-আবাহনীর ম্যাচ হয়েছিল সাভারের বিকেএসপিতে। আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে এসেছিলেন ইমন। সংবাদমাধ্যমকে জানালেন এমন আক্রমণাত্মক ব্যাটিংয়ের গল্প, ‘ইনিংসটায় লক্ষ্য কম ছিল তাই চেষ্টা করেছি যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমরা যেহেতু চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে আছি, আমাদের একটা রানরেটের ব্যাপার আছে। মাথায় ওটাই ছিল দ্রুত শেষ করা যায়।’

ধীর গতিতে কিংবা আগ্রাসী নয়, ইমন বললেন পরিস্থিতি অনুযায়ী খেলেন তিনি, ‘দ্রুত গতির খেলার পরিকল্পনা থাকে না। আমি আসলে পরিস্থিতি অনুযায়ী খেলি। যেদিন যেটা ডিমান্ড করে সেরকম খেলি। রোববার যেমন স্ট্রাইকরেট ছিল প্রতিদিন এমন থাকে না। আমার ৯০ থাকে, ৯৫ থাকে। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি।’

ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল পারফরম্যান্স করলেও আন্তর্জাতিক ম্যাচে ইমনরা দেখেন ভিন্ন বাস্তবতা। সে প্রসঙ্গে ইমন বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন, সেখানে অনেক কঠিন পরিস্থিতি সামলাতে হয়। ভালো ভালো বোলাররা থাকে। আমরা চেষ্টা করছি ওখানেও কীভাবে দাপট দেখানো যায়। আমাদের চিন্তাভাবনা থাকে ওখানেও কীভাবে আধিপত্য করা যায়।’

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস