শুরুর ধাক্কা সামলে জিম্বাবুয়েকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। ষষ্ঠ উইকেটে এই দুজনের ৮০ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে সংগ্রহ দাঁড় করায় ৮ উইকেটে ১৩৫ রান। সিরিজ বাঁচাতে বাংলাদেশের দরকার ১৩৬ রান।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ের টপ অর্ডার। দলীয় ৩১ রানে হারায় ৫ উইকেট ক্রেইগ আরভিনের দল। সবগুলো উইকেটই নেন মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেকের ঘূর্ণিতে দিশেহারা জিম্বাবুয়েকে পরে পথ দেখিয়েছেন রাজা ও বার্ল। এই দুজনের ৮০ রানের জুটিতে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে।
১১১ রানের সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম উইকেট নিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। ৩২ রান করা বার্লকে বোল্ড করেন হাসান। বার্ল আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি রাজাও। পরের ওভারেই মোস্তাফিজের বলে মুনিম শাহরিয়ারের হাতে ধরা পড়েন রাজা। এর আগে ৫৩ বলে ৬২ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন অভিজ্ঞ এই ব্যাটার। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ইনিংস থামে ৮ উইকেট ১৩৫ রানে।