হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন, চমক রিপন

লিটন দাস অধিনায়ক, প্রথমবারের মতো সুযোগ পেলেন রিপন মন্ডল। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় কুড়ি ওভারের সিরিজেও নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন এই সিরিজে অধিনায়কত্ব করবেন লিটন দাস।

চোটের পড়ে তাওহীদ হৃদয়ও নেই টি-টোয়েন্টি সিরিজে। ছুটি নিয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। দলে চমক রিপন মন্ডল। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী এই পেসার। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বল দারুণ ছন্দে রয়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১৭ উইকেট তাঁর, ইকোনমি ৮.৫০।

লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন আফিফ হোসেন। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণের ম্যাচ খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। প্রায় দেড় বছর পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাসুম আহমেদ। গত বছরের জুলাইয়ে নিজেদের মাঠে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন এ বাঁহাতি স্পিনার। ফিরেছেন হাসান মাহমুদও।

সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। আজ সেন্ট কিটস চলছে দ্বিতীয় ওয়ানডে খেলছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তবে সবশেষ ভারত সফরের টি-টোয়েন্টি দল বিবেচনায় উইন্ডিজ সফরে বেশ পরিবর্তনই এনেছে বিসিবি।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান