হোম > খেলা > ক্রিকেট

কেন দলে নেই জানতে চান মোসাদ্দেক

আফগানিস্তান সিরিজের ওয়ানডে দলে জায়গা হয়নি মোসাদ্দেক হোসেন সৈকতের। এমনকি প্রধান নির্বাচক দল ঘোষণার সময় জানিয়েছিলেন, তাঁরা মোসাদ্দেককে বিবেচনাতেও রাখেননি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর কেন তাঁকে বিবেচনা করা হলো না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। 

সবকিছু নিয়ে এবার মুখ খুললেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। গত রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, কেন দলে নেই তার কারণ তিনি জানতে চান। 

বিসিএলের ওয়ানডে সংস্করণে ওয়ালটন সেন্ট্রাল জোনকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন মোসাদ্দেক। পাশাপাশি টুর্নামেন্ট-সেরার পুরস্কারও উঠেছিল তাঁর হাতে। নিজের পারফরম্যান্স নিয়ে তাই দলে জায়গা পেতে আশাবাদী ছিলেন মোসাদ্দেক। সুযোগ না পেয়ে তিনি জানিয়েছেন, কেন দলে নেই তা জানতে পারলে তাঁর জন্য ভালো হতো, ‘শেষ যে বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টটা হয়েছে, সেটার পারফরম্যান্স দেখে যদি দল নির্বাচন করা হয়, তাহলে আমার নামটা অবশ্যই থাকার কথা ছিল। আমি জানি না আসলে কেন নাই, যদি আমি জানতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো।’ 

পারফরম্যান্স করেও দলে জায়গা না পাওয়ায় লুকাতে পারেননি নিজের হতাশার কথা। একই সঙ্গে বলেছেন, দলে জায়গা না পাওয়ার যথার্থ কারণ জানতে পারলে সেটি তাঁর ক্যারিয়ারের জন্য ইতিবাচক হতো, ‘আমি নিজেও জানি না বিষয়টা আসলে কী! এটা যদি আমি জানতে পারতাম, আমার জন্য ভালো হতো এবং আমার সামনের ক্যারিয়ারের জন্য ভালো হতো, পারফরম্যান্স করতে আরও বেশি সুবিধা হতো। সুযোগ না পাওয়াটা আসলেই অনেক বেশি হতাশার। কারণ আমিও খুব আশা করেছিলাম যে ওয়ানডে সিরিজে এবার আফগানিস্তানের সঙ্গে আমাকে রাখা হবে।’ 

দলে জায়গা না পাওয়ার চেয়ে বিবেচনায় না রাখার বিষয়টি বেশি হতাশ করেছে মোসাদ্দেককে। তিনি জানতে চেয়েছেন, পারফরম্যান্সের মানদণ্ডে ঠিক কতটা ভালো করলে তাঁকে বিবেচনা করা হবে, ‘আমি যতটুকু পারফরম্যান্স করেছি, তা যদি আপ টু দ্য মার্ক না হয় তাহলে একটা পরিষ্কার বার্তা যদি থাকে যে কতটুকু ভালো পারফরম্যান্স করলে আমাকে বিবেচনা করা হবে। একজন ক্রিকেটার হিসেবে বিবেচনাতেই নাই শোনাটা আসলেই খুবই খারাপ লাগার ও হতাশার।’  

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ