হোম > খেলা > ক্রিকেট

শ্বশুরের রেকর্ডে ভাগ বসালেন জামাই আফ্রিদি

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে ছন্দে না থাকায় সমালোচিত হচ্ছিলেন শাহিন শাহ আফ্রিদি। সেই সমালোচনার জবাব আজ মাঠেই দিয়েছেন পাকিস্তানি পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে একটি মাইলফলকও ছুঁয়েছেন বাঁহাতি পেসার। 

বেঙ্গালুরুতে যে কীর্তি গড়েছেন শাহিন তাতে নিশ্চয়ই খুশি হয়েছেন তিনি। কেননা আজ ৫৪ রানে ৫ উইকেট নিয়ে তিনি শ্বশুর শহীদ আফ্রিদির পাশে বসেছেন। বিশ্বকাপে দুজনই একাধিকবার পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। আজ তাঁর এই মাইলফলক অর্জনের আগে পাকিস্তানের হয়ে একমাত্র বোলার হিসেবে আফ্রিদি ২ বার ৫ উইকেট নিয়েছিলেন। সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আজ জামাইকে পাশে পেয়েছেন। 

আজকের আগে ২০১৯ বিশ্বকাপে আরেকবার ৫ উইকেট নিয়েছেন শাহিন। সেদিনের কীর্তিটি আবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। পাকিস্তানি পেসারকে শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রথম ৫ উইকেট নেওয়াতে সহায়তা করেছেন বাংলাদেশি ব্যাটাররা। সেদিন ৫ নয় ৯.১ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন শাহিন। ওয়ানডেতে এটি তাঁর ক্যারিয়ার সেরা বোলিংও। 

অন্যদিকে পাকিস্তানের প্রথম বোলার হিসেবে ২ বার ৫ উইকেট নেওয়ার কীর্তি এক বিশ্বকাপে গড়েন আফ্রিদি। ২০১১ বিশ্বকাপে কেনিয়া ও কানাডার বিপক্ষে। প্রথমবার ৫ উইকেট নেন কেনিয়ার বিপক্ষে মাত্র ১৬ রানে। আর দ্বিতীয়বার ২৩ রানে ৫ উইকেট নেন কানাডার বিপক্ষে।

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন