Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে আফগানদের চমক, রশিদকে নিয়ে ঝামেলা

ক্রীড়া ডেস্ক    

জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে আফগানদের চমক, রশিদকে নিয়ে ঝামেলা

সীমিত ওভারের ক্রিকেটে এরই মধ্যে নামডাক কুড়িয়েছেন মোহাম্মদ গজনফার। তাঁর বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেন ব্যাটাররা। এবার তাঁর অভিষেক হতে পারে ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও।

জিম্বাবুয়ে-আফগানিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। বুলাওয়েতে বক্সিং ডে টেস্টের আগমুহূর্তে চমক দেখাল আফগানিস্তান। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, গজনফারকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেওয়া হয়েছে। অন্যদিকে রশিদ খানকে নিয়ে ঝামেলায় পড়েছে আফগানরা। ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, ব্যক্তিগত কারণে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট তিনি মিস করছেন। এসিবির এক কর্মকর্তা রশিদের ব্যাপারে ক্রিকবাজকে বলেছেন, ‘আমি যতদূর জানি একটা চ্যারিটি ইভেন্টের জন্য সে (রশিদ) বাইরে আছে। প্রথম টেস্টের জন্য তার এই ইভেন্ট।’

চিকিৎসকের পরামর্শেই নভেম্বর পর্যন্ত রশিদের টেস্ট থেকে দূরে থাকার পরামর্শ ছিল বলে কয়েক মাস আগে জানিয়েছিল এসিবি। পিঠের চোটের কারণেই ছিল এমনটা। পরবর্তীতে আফগান এই লেগস্পিনারকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দলে নেওয়া হয়েছিল। বুলাওয়েতে ২ জানুয়ারি শুরু হবে জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট।

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট-তিন সংস্করণই খেলছে আফগানিস্তান। শুরুটা হয়েছিল হারারেতে ১১ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ১৪ ডিসেম্বর ছিল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। পরবর্তীতে হারারেতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হয়েছিল ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত। সিরিজের মাঝপথে গতকাল রশিদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। আফগানিস্তানের তারকা লেগস্পিনার নেদারল্যান্ডসে তখন অবস্থান করছিলেন। একই দিন এসিবি আফগানিস্তানের ক্রিকেটারদের অনুশীলনের ছবি যখন পোস্ট করেছে, স্বাভাবিকভাবেই সেখানে দেখা যায়নি রশিদকে।

মোহাম্মদ গজনফারকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে নেওয়া হয়েছে। ছবি: এসিবি
মোহাম্মদ গজনফারকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে নেওয়া হয়েছে। ছবি: এসিবি

২-১ ব্যবধানে জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল আফগানিস্তান। যার মধ্যে প্রথম ম্যাচটা আফগানরা হেরেছিল। পরবর্তীতে ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জেতে আফগানিস্তান। প্রথম ওয়ানডে বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়েছে। এই ৬ ম্যাচে রশিদ নিয়েছেন ১২ উইকেট, যার মধ্যে টি-টোয়েন্টিতেই উইকেট ৯টা। আফগান লেগস্পিনার তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০২১ সালে।

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসির থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা

ভারতকে সুবিধা দিতে কষ্ট করতে হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা

ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চান তামিম

স্টেইনের বিশ্বাস, এক দশকের মধ্যে আফগানিস্তান ট্রফি জিতবেই

‘মন চাইলেই বলতে পারি না, আমাদের একজন সাকিব তৈরি হবে’

আফগানিস্তান না দক্ষিণ আফ্রিকা যাচ্ছে সেমিতে, খেলা দেখবেন কোথায়

সেমির পানির মতো সমীকরণ কি মেলাতে পারবে ‘চোকার্স’ প্রোটিয়ারা