Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

পা ঠিক থাকলে পরের বিপিএলও খেলবেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক

পা ঠিক থাকলে পরের বিপিএলও খেলবেন মাশরাফি

ক্যারিয়ারের সোনালি সময় অনেক আগেই পার করেছেন মাশরাফি বিন মর্তুজা। তবু খেলার প্রতি টান থাকার জন্য খেলে যাচ্ছেন তিনি। তা না হলে ৪০ বছর বয়সেও বল হাতে নিতেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। 

আবার সময়টাও মাশরাফির পক্ষে নয়। কেননা, পুরোনো পায়ের চোটে ভুগছেন তিনি। এই চোটের কারণেই বিপিএলের শুরুর দিকে তাঁর না খেলার কথা ছিল। কিন্তু তিনি শুরু থেকেই খেলছেন। গতকাল সিলেটে হ্যাটট্রিকে হারের পর আবার জানিয়েছেন, পা ঠিক থাকলে সামনের বিপিএলেও তিনি খেলবেন। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘হতে পারে। আমার পা যদি ঠিক থাকে, হতে পারে। আমি আমার মতো করেই করতে চাই। এ বছর যদি ফুল...সর্বশেষ বছরের মতো যদি ফুল খেলতে পারতাম, তাহলে চিন্তা করব। যেহেতু ফুল করতে পারছি না, আমি চিন্তা করব পরে।’ 

আগামী বিপিএলেও খেলতে চান মাশরাফি। ছবি: বিসিবি

নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানালেও তাঁকে নিয়ে আলোচনা হোক এমনটা চান না মাশরাফি। বাংলাদেশ ক্রিকেটে যারা অবদান রাখবে, তাদের নিয়েই আলোচনা করা উচিত বলেছেন, ‘আর টপিক শুধু আমার বিষয় না। আপনার লেখার জন্য হয়তো বা... ছয়টা প্রশ্ন পেলাম আমাকে নিয়ে। মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না। আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা সামনের ১০ বছর সার্ভিস দেবে, তাদের নিয়ে চিন্তা করতে হবে। মানুষ যা খায়, তা খাওয়াইতে গেলে হবে না। বাংলাদেশ ক্রিকেটে কী উন্নতি হবে, সেগুলো চিন্তা করতে হবে আপনাদেরও। এবং সেগুলোই মানুষকে জানাতে হবে।’ 

আর তাঁকে নিয়ে সমালোচনার বিষয়ে মাশরাফি বলেছেন, ‘আমি কোনো দিনও আমার ক্যারিয়ারে পাল্টা আক্রমণ করিনি। এটা আমার অভ্যাস না। অবশ্যই খেলাধুলায় মানুষ ভালোটাই চায়। সব সময় যারা জয়ী হয়, তাদেরই নিয়ে চিন্তা করে, জয়ীদেরই মনে রাখে। এটা খুব স্বাভাবিক। শুধু ক্রিকেটে নয়, জীবনের যেকোনো ক্ষেত্রেই দেখবেন, যদি আপনি ভালো করেন, সেটাই মানুষ এসে বলবে। খারাপকে কেউ কখনো গ্রহণ করে না। সুতরাং এখানে উত্তর দেওয়ার কিছু নেই। এখানে আমরা যারা খেলছি, তারা চেষ্টা করছি।’

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম-ওয়াকাররাও

অতিরিক্ত ডট বলই ডুবিয়েছে বাংলাদেশকে, শান্তর দায় স্বীকার

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

পাকিস্তানকে সঙ্গে নিয়ে ছিটকে পড়ল বাংলাদেশ

বাংলাদেশের সেরা বোলার হবেন নাহিদ রানা, সাবেক ভারতীয় পেসারের ভবিষ্যদ্বাণী

ফারজানার সেঞ্চুরিতে সহজ জয় আবাহনীর

৭৭ রান করে সন্দেহের অবসান ঘটিয়েছেন, শান্তর ফেসবুক পোস্ট

তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬

বাংলাদেশের এমন ব্যাটিং অবাক করেছে তাঁদেরও

টপাটপ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ, লড়ছেন শান্ত