হোম > খেলা > ক্রিকেট

জাতীয় পতাকা জড়িয়ে অস্ট্রেলিয়ার পথে নিথর ওয়ার্ন

শেন ওয়ার্নের মৃত্যুর শোক এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেট বিশ্ব। তবু জাগতিক সবকিছু চলছে নিয়ম মেনেই। সেটিরই অংশ হিসেবে মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় নেওয়া হচ্ছে ওয়ার্নের মরদেহ।

অস্ট্রেলিয়ার জাতীয় পতাকায় মুড়িয়ে বিশেষ ফ্লাইটে ব্যাংকক থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছে ওয়ার্নের কফিন। অস্ট্রেলিয়া থেকে থাইল্যান্ডে ছুটি কাটাতে এসেছিলেন একভাবে, যাচ্ছেন আরেকভাবে। আজ বাংলাদেশ সময় সকাল ৭টা ২৪ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ওয়ার্নের মরদেহ বহনকারী বিমান থাইল্যান্ডের ডন মুয়েয়াং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। থাই পুলিশের নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হয়েছে ওয়ার্নের কফিন।

আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রাষ্ট্রীয়ভাবে কিংবদন্তির শেষকৃত্য হবে। ভিক্টোরিয়া রাজ্য সরকার বিষয়টি নিশ্চিত করেছে আগেই। এক বিবৃতিতে তারা জানিয়েছে, রাষ্ট্রীয়ভাবে কিংবদন্তি লেগ স্পিনারের শেষকৃত্য হবে এবং জনসাধারণের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে।

ভিক্টোরিয়া রাজ্যের সরকারপ্রধান ড্যানিয়েল এন্ড্রুস বলেন, ‘ওয়ার্নকে বিদায় জানানোর জন্য এর চেয়ে উপযুক্ত জায়গা পৃথিবীর আর কোথাও নেই। ভিক্টোরিয়ার জনগণ ৩০ মার্চ সন্ধ্যায় এমসিজিতে একটি স্মারক অনুষ্ঠানে খেলাধুলায় অবদানের জন্য ওয়ার্নকে শ্রদ্ধা জানাবেন।’

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন