ক্রীড়া ডেস্ক
সেঞ্চুরির পর হেলমেট খুলে উদ্যাপন, ক্যাচ ধরার পর ঊরু চাপড়ে উদ্যাপন—ভারতের জার্সিতে আর কখনো এমন কিছু করতে দেখা যাবে না শিখর ধাওয়ানকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন ধাওয়ান। তাতে ভারতীয় ক্রিকেট দলে এই বাঁহাতি ব্যাটারের দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারের ইতি ঘটল।
আইপিএলে নিয়মিত খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরেই বাইরে ধাওয়ান। ভারতের জার্সি সবশেষ পরেন ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে। সেটাই যে শেষবারের মতো ছিল, সেটা সামাজিক মাধ্যমে আজ এক ঘোষণায় জানিয়েছেন ধাওয়ান। ভারতের এই বাঁহাতি ব্যাটার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘জীবনের পাতা উল্টে সামনে এগিয়ে যাওয়া এখন গুরুত্বপূর্ণ। সে কারণে আমি আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছি। অন্তরে একটা তৃপ্তি নিয়ে শেষ করতে পারছি যে ভারতের জন্য অনেক দিন খেলেছি। নিজেকে বলেছি, ভারতের জন্য আর কখনো খেলতে না পারার দুঃখ কোরো না।’
আন্তর্জাতিক ক্রিকেট ধাওয়ান ছেড়েছেন এক এলিট ক্লাবে নাম লিখিয়ে। ওয়ানডেতে চল্লিশোর্ধ্ব গড় ও ৯০-এর বেশি স্ট্রাইকরেটে ৫০০০ রান করেছেন এমন ব্যাটার আছেন ৮ জন। ১৬৭ ওয়ানডেতে ৬৭৯৩ রান করেছেন ধাওয়ান। ১৭ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৩৯ ফিফটি। গড় ৪৪.১১ ও স্ট্রাইকরেট ৯১.৩৫। ধাওয়ানের সঙ্গে এই তালিকায় আছেন স্যার ভিভিয়ান রিচার্ডস, বিরাট কোহলি, রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন ও কুইন্টন ডি কক।
২০১০ থেকে ২০২২ পর্যন্ত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ধাওয়ান খেলেছেন ২৬৯ ম্যাচ। ১৬৭ ওয়ানডের পাশাপাশি খেলেছেন ৩৪ টেস্ট ও ৬৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ভারতের জার্সিতে করেছেন ১০৮৬৭ রান। ২৪ সেঞ্চুরি ও ৫৫ ফিফটি রয়েছে ভারতীয় এই বাঁহাতি ব্যাটারের নামের পাশে। টেস্টে করেছেন ২৩১৫ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকেই করেছেন সেঞ্চুরি। মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৩ সালে খেলেছেন ১৮৭ রানের ইনিংস।