ক্রীড়া ডেস্ক
রোমাঞ্চকর এক রাত উপহার দিল ইংলিশ প্রিমিয়ার লিগ। একদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কাসেমিরোর অভিষেক রাঙালেন ব্রুনো ফার্নান্দেস, অন্যদিকে ম্যানচেস্টার সিটির জার্সিতে আর্লিং হালান্ডের প্রথম হ্যাটট্রিক। তবে সবকিছু ছাপিয়ে গেছে লিভারপুলের গোল উৎসব। অলরেডরা ঘরের মাঠ অ্যানফিল্ডে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে লিগে বোর্নমাউথকে। লিগের নতুন মৌসুমে চতুর্থ ম্যাচে এসে জয়ের মুখ দেখল ইউর্গেন ক্লপের দল।
আগের ম্যাচে লিভারপুল হেরেছে ম্যানইউর বিপক্ষে। তাদের সেই হারের রাগে দংশিত হলো বোর্নমাউথ। প্রথমার্ধেই ৫ গোলে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের তৃতীয় মিনিটে রবার্তো ফিরমিনোর পাসে লুইস দিয়াজের গোল। ৮৫ মিনিটে দলের শেষ গোলটিও করেন তিনি। জোড়া গোল করেছেন ফিরমিনোও। কেবল গোল করেই ক্ষান্ত থাকেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন তিনি। তার মধ্যে একটি আত্মঘাতী গোলও হজম করে বোর্নমাউথ।
নিজেদের লিগ ইতিহাসে এটিই লিভারপুলের সবচেয়ে বড় জয়। এর আগে তাদের ৭-০ গোলের জয় ছিল সাউদাম্পটন ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। লিগে সর্বোচ্চ গোলের জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছে ক্লপের দল। দুবার ৯-০ গোলের জয় আছে ম্যানইউর। ১৯৯৫ সালে ইপসউইচ এবং গত বছর এই কীর্তি গড়েছিল তারা। সমান গোলের জয় আছে লেস্টার সিটিরও। ২০১৯ সালে সাউদাম্পটনকে হারিয়েছিল তারা। এবার তাদের সেই রেকর্ড স্পর্শ করল লিভারপুল।
লিগের আরেক ম্যাচে প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে পড়েও ৪-২ গোলের জয় পেয়েছে ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করে সিটিজেনদের দাপুটে জয় নিশ্চিত করেন তিনি। আরেক ম্যাচে সাউদাপটনের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ম্যানইউ।