হোম > খেলা > ক্রিকেট

নতুন দুই লিগে চুক্তিবদ্ধ মঈন বিপিএলে অনিশ্চিত

ক্রীড়া ডেস্ক

আইসিসির ২০২৩-২৭ ভবিষ্যৎ সফর সূচিতে (এফটিপি) এমনিতে নাভিশ্বাস ছুটে যাবে ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর ব্যস্ততার মধ্যে কাটবে তাঁদের। তার মধ্যে আগামী বছর শুরু হচ্ছে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ—সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক লিগ টি-২০ (আইএলটি ২০) এবং দক্ষিণ আফ্রিকার সিএসএ টি২০ লিগ। 

আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল ও এলপিএলের মতো ফ্র্যাঞ্জাইজি লিগ তো আছেই। তবে নতুন এফটিপি চক্রে এই লিগগুলোর সূচি নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আয়োজকদের। একই সময়ে রয়েছে বেশ কয়েকটি টুর্নামেন্ট। আইএলটি ২০-এর উদ্বোধনী আসর হবে আগামী জানুয়ারিতে। একই মাসে শুরু সিএসএ টি২০ লিগও। এই দুই লিগই চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। 

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম সংস্করণের সূচি ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যদি এক সঙ্গে তিন লিগ শুরু হয় তবে বিদেশি খেলোয়াড় সংকটে ভুগতে হতে পারে বিপিএলকে। এই যেমন—মঈন আলীকে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। এই বছরের শুরুতে বিপিএলের ৮ম সংস্করণে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতেন ইংলিশ অলরাউন্ডার। 

এবার দুই নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মঈন। আইএলটি ২০-তে তিনি খেলবেন শারজা ওয়ারিয়র্সের হয়ে। আর সিএসএ টি২০ লিগে ৩৫ বছর বয়সী তারকাকে দলে নিয়েছে জোহানেসবার্গ সুপার কিংস। এই ক্লাবটি আইপিএলের চেন্নাই সুপার কিংসের মালিকানাধীন। এই দুই লিগে খেললে মঈনকে কি বিপিএল পাবে?

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন