Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

গোপন খবর ফাঁস হচ্ছে কীভাবে, রাজশাহীর ম্যানেজারের প্রশ্ন

অনলাইন ডেস্ক

গোপন খবর ফাঁস হচ্ছে কীভাবে, রাজশাহীর ম্যানেজারের প্রশ্ন
হোটেল বিল বকেয়া, ক্রিকেটারদের পারিশ্রমিক ও দৈনিক ভাতা (ডিএ) সময় মতো না দেওয়া, চেক বাউন্সের খবরে বারবার সংবাদ শিরোনাম হয়েছে রাজশাহী। ছবি: সৌজন্য

আজও আবার আলোচনায় দুর্বার রাজশাহীর টিম হোটেল বনানির শেরাটন। রাজশাহী যেন এবার বিপিএলের সবচেয়ে বিতর্কিত দলের নাম। হোটেল বিল বকেয়া, ক্রিকেটারদের পারিশ্রমিক ও দৈনিক ভাতা (ডিএ) সময় মতো না দেওয়া, চেক বাউন্সের খবরে বারবার সংবাদ শিরোনাম হয়েছে রাজশাহী।

আজ দুপুরে ছড়িয়ে পড়ল রাজশাহী ম্যানেজমেন্ট নাকি তাদের ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে। পরে বিষয়টির ব্যাখ্যায় দলটির ম্যানেজার মেহরাব হোসেন অপি সংবাদমাধ্যমকে বলেন, ‘মিডিয়াতে দলের ভেতরের খবর কীভাবে ফাঁস হচ্ছে, সত্যিই বিব্রতকর। ঘটনাটি আসলে এমন নয়। সামনের পাঁচ দিনে আমাদের কোনো খেলা নেই। তাই ম্যানেজমেন্ট ক্রিকেটারদের তিন দিনের ছুটি দিয়েছে। ঢাকায় যাদের বাসা রয়েছে, তারা চাইলে বাসায় যেতে পারে। যাদের বাসা নেই, তারা হোটেলে থাকতে পারবে। ৩ ফেব্রুয়ারি আবার সবাই চেক-ইন করবে।’

দলের গোপন তথ্য ফাঁস হওয়ার ঘটনায় বিরক্তি প্রকাশ করে অপি আরও যোগ করেন, ‘আমাদের দলের অভ্যন্তরীণ খবর মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে, যা অত্যন্ত অস্বস্তিকর। আমরা জানি না কারা এটি করছে, তবে এটি মোটেও সঠিক কাজ নয়। আমরা দ্রুত দলের সঙ্গে বসে এই বিষয়টি নিয়ে আলোচনা করব।’

গত পরশু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের দৈনিক ভাতার বকেয়া পরিশোধ করেছে। তবে এখনো বড় অঙ্কের পারিশ্রমিক বকেয়া রয়েছে। দলের খেলোয়াড়দের দিয়েছেন প্লে-অফের আগের দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারির মধ্যে পাওনা পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দুর্বার রাজশাহীর মালিকপক্ষ। ম্যানেজার অপি বলেন, ‘আমি আগে ঢাকা ডমিনেটরসে ছিলাম। সেখানেও পারিশ্রমিক ইস্যু ছিল। এবারও আছে, তবে এবারের ঘটনাগুলো মিডিয়ায় অনেক বেশি আলোচিত হয়েছে। যতটুকু ঘটেছে, তার চেয়ে বেশি খবর প্রকাশ পেয়েছে। তবে দলের টিম বয়, কোচিং স্টাফ, এবং ক্রিকেটারদের দৈনিক ভাতা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।’

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

দিল্লির বিপক্ষে এত নিচে নামার ব্যাখ্যায় কী বললেন পন্ত

দিনের শুরুতেই উইকেট বিলিয়ে দিলেন শান্ত, মিরাজও শেষ