Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

জয় শাহকে নিয়ে পিসিবি চেয়ারম্যানের বক্তব্য ভিত্তিহীন 

ক্রীড়া ডেস্ক

জয় শাহকে নিয়ে পিসিবি চেয়ারম্যানের বক্তব্য ভিত্তিহীন 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে আলোচনায় নাজাম শেঠি। এবার এশিয়া কাপ নিয়ে জয় শাহের উদ্দেশে বিদ্রূপ করেছেন শেঠি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) দাবি করছে, পিসিবির বক্তব্য ভিত্তিহীন। 

নিজের টুইটার অ্যাকাউন্টে গতকাল এসিসির সূচি প্রকাশ করেছিলেন জয়। যেখানে এশিয়া কাপে ভারত, পাকিস্তানকে একই গ্রুপে ফেলা হয়েছে। জয়ের সূচি প্রকাশের পর পাল্টা টুইটে শেঠি জানিয়েছেন, ২০২৩ পিএসএলের সূচিটাও তিনি ঠিক করে দেবেন। এক বিবৃতিতে পিসিবি চেয়ারম্যানের বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে এসিসি জানিয়েছে, ‘২০২২-এর ২২ ডিসেম্বর সবাইকে ইমেইল করে সূচি পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন সদস্যের কাছ থেকে মন্তব্য এলেও পিসিবি তখন কোনো মন্তব্য করেনি। সামাজিক মাধ্যমে পিসিবির মন্তব্য পুরোপুরি ভিত্তিহীন এবং এসিসি এটা প্রত্যাখ্যান করছে।

পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারতীয় দল যাবে না—গত বছর এমন মন্তব্য করে সমালোচনার ঝড় তুলেছিলেন জয়। এমনকি এশিয়া কাপ পাকিস্তানের বদলে নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার দাবি করেছিলেন তিনি। এখন পর্যন্ত আয়োজক হিসেবে পাকিস্তানের নামই বহাল থাকছে। 

২০২৩ বিশ্বকাপ ওয়ানডে সংস্করণের কারণে এবারের এশিয়া কাপও হবে ৫০ ওভারের। ছয় দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে কোয়ালিফায়ার থেকে উঠে আসা দল। অন্যদিকে গ্রুপ ‘বি’তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত

কোহলি-রোহিতদের জন্য আইপিএলেও কড়া নিয়ম

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

রোহিতকে ‘মোটা’ বলায় খেপেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

জ্যোতির ৮০ রানের ইনিংসের দিনে পুলিশের বাজে হার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে ফাইনালে উঠতে ভারতের লক্ষ্য ২৬৫

টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক, বাদ বাবর-রিজওয়ান

ভারতীয় ক্রিকেটারদের হঠাৎ কালো আর্মব্যান্ড পরার কারণ কী

নিউজিল্যান্ড ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার বড় দুশ্চিন্তা