হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টিতে বুড়ো হাড়ের ভেলকি দেখাতে প্রস্তুত অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক

পেশা তো নেশার মতোই, বারবারই কাছে টানে। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার এক মাস হলো জেমস অ্যান্ডারসনের। এর মধ্যেই সাবেক ইংলিশ পেসারের মনটা ‘আনচান’ করছে ২২ গজে ফেরার! এবারের ফেরা অবশ্য লাল বলে নয়, ফেরার ইঙ্গিত দিয়েছেন সাদা বলের ক্রিকেটে।

ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালের মার্চে, টি-টোয়েন্টি খেলেছেন ২০০৯ সালের নভেম্বর। ৪২ বছর বয়সী অ্যান্ডারসন ভালো করেই জানেন, জাতীয় দলের হয়ে সীমিত ওভারের সংস্করণে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। ফিরতে চান সংক্ষিপ্ত সংস্করণে ফ্র্যাঞ্চাইজি লিগে।

চলতি ‘দ্য হান্ড্রেডের’ খেলা দেখে আবারও মাঠে ফিরতে প্রভাবিত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ (৯৯১) উইকেটশিকারি অ্যান্ডারসন। জাতীয় দলের বাইরে ২০ ওভারের ক্রিকেটে সর্বশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি ব্ল্যাস্টের ফাইনালে ল্যাঙ্কাশায়ারের হয়ে ওয়ারউইকশায়ারের বিপক্ষে খেলেছিলেন তিনি।

সুইং অব সুলতান বলা হয় ওয়াসিম আকরামকে। টেস্ট ক্রিকেটে এই খেতাব অ্যান্ডারসনও পান। প্রত্যাবর্তনের ব্যাপারে সুইংয়ের ভরসায় অ্যান্ডারসন বললেন, ‘বছরের শেষ ভাগেই সবকিছু পরিষ্কার হতে পারে। এই শীতে টেস্ট দলের দুটি সফর আছে, আমি জানি না ওই দুই সফরে এই (পরামর্শক) ভূমিকা পালন করতে পারব কি না। আমি হানড্রেড দেখেছি, সেখানে দেখলাম প্রথম ২০ বলে বল অনেক সুইং করে। আমি মনে করি, আমি তো এটা করতে পারি, আমি এখনো এ রকম করতে পারি।’

ফ্র্যাঞ্চাইজি লিগে সেভাবে খেলা হয়নি অ্যান্ডারসনের, মনোযোগ ধরে রেখেছিলেন টেস্ট ক্রিকেটে। এর সুফলও পেয়েছেন বেশ, ৭০৪ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ৪২ বছর বয়সে এবার বুড়ো হাড়ের ভেলকি দেখাতে চান টি-টোয়েন্টিতে, ‘ইংল্যান্ডের হয়ে আমি খেলব না। কিন্তু আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। জানি না, এটা ঠিক কাজ হবে কি না। তবু দেখি, সাদা বলের ক্রিকেটে কিছু করতে পারি কি না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কখনো তো খেলিনি।’

টেস্ট থেকে অবসরের পরপরই অ্যান্ডারসনকে ইংল্যান্ডের পেস বোলিং পরামর্শক হিসেবে রেখেছে ইসিবি। জিমির মনটা অবশ্য এখনো খেলোয়াড়ের মধ্যেই আটকে আছে। নিজেকে বুড়ো মানতে একদমই নারাজ, ‘আমার শরীর এখনো নিজেকে ৪২ বছর বয়সী মনে করতে শুরু করেনি। আশা করছি পরের পাঁচ বছরেও বার্নলি সিসির হয়ে মাঠে দৌড়ঝাঁপ করব। শরীরটা একদম নিশ্চল হওয়া পর্যন্ত থামাথামি নেই। আর এ কারণেই আমি চালিয়ে যেতে চাই। আমি মনে করি, জোরে বল করার ক্ষমতা আমার আছে। এই সক্ষমতা যত দিন থাকবে, কেন ব্যবহার করব না।’

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

সেকশন