হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের কাছেও অসহায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও হারল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলে কিউইরা।

আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৭ রানে শেষ হয়েছিল বাংলাদেশের ইনিংস। আঁটসাঁট বোলিংয়ে নিউজিল্যান্ড ব্যাটারদের দ্রুত রান তুলতে দেননি বাংলাদেশি বোলাররা। কিন্তু স্বল্প পুঁজি হওয়ায় সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৭০ রানের অপরাজিত ইনিংসে কিউইদের জয় সহজ করে দেন ওপেনার ডেভন কনওয়ে।

কনওয়ের ৪৯ বলের ইনিংসে ৭ চার ও এক ছক্কা। তৃতীয় উইকেটে এই বাঁহাতি ওপেনারের সঙ্গে জয়ের আনুষ্ঠানিকতা সারেন গ্রেন ফিলিপস। ২৩ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে কনওয়ে ও ফিল অ্যালেনের ওপেনিং জুটি থেকে ২৪ রান তুলে নিউজিল্যান্ড। ব্যক্তিগত ১৬ রানে অ্যালেনকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান শরীফুল ইসলাম।

এরপর তিনে নেমে কনওয়ের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন। ৩০ রানে হাসান মাহমুদের বলে তাসকিন আহমেদকে ক্যাচ দিয়ে আউট হন উইলিয়ামস। আগে ব্যাটিং করে ব্যাটারদের ব্যর্থতায় নিউজিল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ৩৩ রান করেন শান্ত। এজন্য অবশ্য ২৯ বল খরচ করেন এই বাঁহাতি ওপেনার। 

সংক্ষিপ্ত স্কোর 

বাংলাদেশ 
২০ ওভারে ১৩৭/৮ 
শান্ত ৩৩, ব্রেসওয়েল ২/১৪ 

নিউজিল্যান্ড 
১৭.৫ ওভারে ১৪২/২ 
কনওয়ে ৭০ *, হাসান ১/২৬

ফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা : ব্রেসওয়েল

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ