Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

আওয়াজটা কোত্থেকে এসেছে, কী বলছেন সৌম্য

ক্রীড়া ডেস্ক

আওয়াজটা কোত্থেকে এসেছে, কী বলছেন সৌম্য

সৌম্য সরকারের আলোচনায় আসা যেন খুব পরিচিত দৃশ্য। বিশেষ করে, গত কয়েক মাস ধরে বিভিন্ন রেকর্ডে নাম লিখিয়ে পাদপ্রতীপের আলোয় চলে আসছেন তিনি। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার একটু ভিন্নরকম ঘটনার কারণে এবার আলোচনায় এসেছেন।

সৌম্যর এবারের ঘটনা গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে হয়েছে ঘটনাটা। বিনুরা ফার্নান্দোর করা চতুর্থ ওভারের ভেতরে ঢোকা প্রথম বলটা পুল করেন সৌম্য। ব্যাটের নিচ দিয়ে বল পেরিয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে জমা পড়ে। সঙ্গে সঙ্গে লঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার গাজী সোহেলও দেন আউট। তৎক্ষণাৎ রিভিউ নেন সৌম্যও। রিভিউয়ে স্পাইক দেখা গেলেও সেটা ব্যাটের সঙ্গে বলের কি না, এটা নিয়েই ছিল প্রশ্ন। টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল দিয়েছেন নট আউট।

আলোচিত নট আউট নিয়ে সৌম্যর কাছেই প্রশ্ন করা হয় ম্যাচ শেষে। সম্প্রচারকারী টেলিভিশন টি-স্পোর্টসকে ম্যাচের পর বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘আত্মবিশ্বাসী ছিলাম যে আমার ব্যাটে লাগেনি। বুঝতে পেরেছিলাম। যখনই আম্পায়ার আউট দিয়েছেন, সরাসরি রিভিউ নিয়েছি কারণ আত্মবিশ্বাসী ছিলাম যে আমার (ব্যাটে) লাগেনি। হয়তোবা কোনো একটা আওয়াজ এসেছিল। আমার চেইন থেকে হতে পারে বা হেলমেট থেকে হতে পারে। ব্যাটের সঙ্গে ব্যবধান ছিল। যখন চলে আসছিলাম, স্নিকোতে দেখেছিলাম তো বুঝতে পারিনি। তবে আত্মবিশ্বাসী ছিলাম যে ব্যাটে লাগেনি। তাই লিটনের (দাস) কাছে জিজ্ঞেস না করে সরাসরি রিভিউ নিয়ে ফেলি।’

সৌম্যর বিপক্ষে যখন আউটের আবেদন হয়, তখন তাঁর স্কোর ছিল ৯ বলে ১৪। তবে জীবন পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ২২ বলে ২৬ রান করে আউট হয়েছেন বাজে এক শট খেলে। ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে মাতিশা পাতিরানাকে পুল করতে যান সৌম্য। যথাযথ টাইমিং না হওয়া বল মিড উইকেটে সহজেই লুফে নেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ম্যাচ শেষেও অবশ্য এর রেশ রয়ে যায়। বাংলাদেশের আম্পায়ারের বিরুদ্ধে শ্রীলঙ্কা নালিশ করবে বলে জানা গেছে। টি-টোয়েন্টি সিরিজটি কাভার করতে আসা একমাত্র শ্রীলঙ্কান সাংবাদিক দানুশকা অরবিন্দের সিংহলিজ ভাষায় করা প্রশ্নে এমনটাই জানিয়েছেন নাভিদ নওয়াজ। এই সিরিজের দায়িত্বে থাকা আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে তাঁরা অভিযোগ করবেন।

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। সিলেটে পরশু সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এশিয়ার দল দুটি।

 

 

সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেল ভারত

হেনরির ৫ উইকেট, কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত

লিটনের চিন্তা দূর করলেন তামিম

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা