হোম > খেলা > ক্রিকেট

মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে চিন্তিত নন পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্টে বাংলাদেশের সাফল্য খুব বেশি নেই। তবু মাঝেমধ্যে দু’একটা জয়ে প্রত্যাশার মাত্রাটা বেড়ে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স ও নিজের ব্যাটিং ব্যর্থতার মিশেলে আলোচনা-সমালোচনার মুখে টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

যদিও তাঁর অধিনায়কত্ব নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, ব্যাটার মুমিনুলকে নিয়ে চিন্তিত হলেও অধিনায়ক মুমিনুলকে নিয়ে চিন্তিত নন তিনি।

মিরপুর টেস্ট শেষে আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাপন বলেছেন, ‘মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান না পায়, তখন তার মানসিক চাপ বাড়ে। তাই আমরা শুধু আশা করতে পারি ও (মুমিনুল) দ্রুত রানে ফিরুক।’

রান করতে না পারায় মুমিনুল নিজেও হতাশ। এ নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘মুমিনুল রান পাচ্ছে না, এটা আমাদের কাছে যেমন চিন্তার বিষয় ওর কাছেও তো খারাপ লাগবে। অধিনায়ক যখন রান করতে পারে না, তখন চাপটা কিন্তু অনেক বেশি। আমার ধারণা ও প্রচণ্ড মানসিক চাপে আছে। কাল-পরশু বসে খোলামেলা কথা বলে দেখি ওর মাথায় কী আছে, ও কী চিন্তা করছে।’

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান