মাহেন্দ্র সিং ধোনির মোটরবাইক-প্রীতি নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর পরিবারকে যেমন সময় দেওয়ার ফুসরত মিলছে, বাইক নিয়েও ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছেন।
মাঝেমধ্যেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন ধোনি। কাওয়াসাকি থেকে ইয়ামাহা, সুজুকি থেকে কনফেডেরেট হেলকাট—ভারতের সর্বজয়ী অধিনায়কের সংগ্রহে সব ব্র্যান্ডের বাইক আছে। সংখ্যাটা ভ্রু কুচকে যাওয়ার মতোই। খোদ ধোনিও যে জানেন না, তাঁর গ্যারেজে কয়টি দুই চাকার যান আছে।
বিষয়টি জানিয়েছেন ধোনির চেন্নাই সুপার কিংস সতীর্থ রবীন্দ্র জাদেজা। ধোনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব ছাড়ার ছাড়ার পর দায়িত্ব পেয়েছেন এই জাদেজাই। বাঁহাতি অলরাউন্ডার সতীর্থের বাইক-প্রীতি নিয়ে বলেছেন, ‘ধোনি ভাইয়ের কাছে এত মোটরবাইক আছে যে, তিনি নিজেই তার সংখ্যা মনে রাখতে পারে না। আমাকে এক বার বলেছিলেন, তাঁর কাছে ৪৩-৪৪টি মোটরবাইক আছে। সত্যিই, নির্দিষ্ট সংখ্যাটা তাঁর মনে নেই। এর মধ্যে অর্ধেক মোটরবাইক তিনি ফেলে রেখেছেন। পছন্দের বাইকগুলোই ঘুরিয়ে-ফিরিয়ে চালান।’
ধোনির বাইক চালানোর ভিডিও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায়। অনেক সময় আবার মেয়ে জিভাকে নিয়েও বেরিয়ে পড়েন তিনি। ধোনির স্ত্রী সাক্ষী রাওয়াত এক বার জানিয়েছিলেন, নিজের পছন্দের বাইকের সমস্যা হলে সেগুলো ধোনি নিজেই মেরামত করেন।