অস্ট্রলিয়ার বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ আগস্ট মিরপুরে শুরু বাংলাদেশ–অস্ট্রেলিয়া টি–টোয়েন্টি সিরিজ। আজ আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি।
৪ আগস্ট সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি। একদিন বিরতি দিয়ে ৬ আগস্ট হবে তৃতীয় টি–টোয়েন্টি। ৭ আগস্ট হবে চতুর্থ টি–টোয়েন্টি। ৯ আগস্ট সিরিজের শেষ টি–টোয়েন্টি। সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
২৯ জুলাই ঢাকায় এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে একই দিনে দেশে ফিরবে বাংলাদেশ দল। দিবারাত্রির ম্যাচ হলেও ম্যাচ শুরুর সময় বিসিবি এখনো জানায়নি।
বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজের সূচি: