সর্বশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রিংকু সিং। গুজরাট টাইটানসের বিপক্ষে শেষ ওভারে ৫ ছক্কা মেরে দলকে ম্যাচ জিতিয়ে সাড়া ফেলে দেন তিনি।
আইপিএলের দুর্দান্ত ছন্দেই জাতীয় দলের দরজা খোলেন রিংকু। তবে অভিষেক ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি। কিন্তু অভিষেক ইনিংসে ব্যাটিংয়ে নেমে ঠিকই নিজের জাত চেনালেন বাঁ-হাতি ব্যাটার। ৩৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি।
ভারতের হয়ে প্রথম ব্যাটিংয়ে নেমেই সেরার স্বীকৃতি পাওয়ায় খুশি রিংকু। ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। আইপিএলে যা করেছি তাই করার চেষ্টা করছিলাম। খুব আত্মবিশ্বাসী ছিলাম এবং শান্ত থাকার চেষ্টা করেছি। সঙ্গে অধিনায়কের কথা শুনি (হাসি)। ১০ বছর ধরে ক্রিকেট খেলছি। আমার সমস্ত প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে। প্রথম ব্যাটিংয়ে নেমেই ম্যাচসেরার পুরস্কার পেয়ে আমি খুশি।’
রিংকুর ম্যাচসেরার দিনে সিরিজ জিতেছে ভারত। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতেছে। গতকাল দ্বিতীয় ম্যাচে ৩৩ রানের জয় পেয়েছে জাসপ্রীত বুমরার দল। আগে ব্যাটিং করে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৮৫ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে ৫৮ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। তবে ১৮০.৯৫ স্ট্রাইকে রেটে ব্যাটিং করে দলকে বড় রানের সংগ্রহ এনে দেন ম্যাচসেরা রিংকু।
১৮৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। দলীয় ১৯ রানের মাথায় কোনো রান না করেই ড্রেসিংরুমে ফেরেন অধিনায়ক পল স্টার্লিং। তাঁকে আউট করার ওভারেই শূন্য রানে লোরকান টারকারকেও ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক পক্ষ আগলে রেখে ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন অ্যান্ড্রু বার্লবির্নি। তাঁর ৫১ বলে ৭২ রানের সৌজন্যে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫২ রান তুলতে পারে আইরিশরা। ২৩ আগস্ট সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।