পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের বোনাস বুঝে পেলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আজ বিকেলে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খেলোয়াড়দের ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস তুলে দেন।
ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়াটা নতুন নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এর আগেও সিরিজ ও ম্যাচ উইনিং বোনাস পেয়েছেন ক্রিকেটাররা। বিসিবির রীতি অনুযায়ী টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী একেক দলকে হারালে একেক অঙ্কের বোনাস দেওয়া হয়। এবারও সেটি পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা। রাওয়ালপিন্ডিতে দুই টেস্ট জেতায় প্রতি ক্রিকেটার পাবেন ৮ লাখ টাকা করে। সঙ্গে সিরিজ জয়ের জন্য দেওয়া হবে আরও বাড়তি ৪ লাখ টাকা করে।
পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর এবার বাংলাদেশের সফর ভারতে। আগামীকাল শান্তরা উড়ান ধরবেন ভারতের। এদিকে দলে না থাকলেও এই সিরিজে ধারাভাষ্যকক্ষে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফিটনেস ইস্যু ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে জটিলতায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে এই বাঁহাতি ওপেনার।
সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিসিবিতে ফেরার পর জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বসেন সভাপতি ফারুক আহমেদ। সেখানে উপস্থিত ছিলেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, তাসকিন আহমেদ, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, আফিফ হোসেনরা। যে নামটি সবচেয়ে বেশি রহস্য তৈরি করেছে, তা হলো তামিম।
এর মধ্যে গুঞ্জনের ডালপালা মেলেছে বিসিবির ক্রিকেট প্রশাসনে নাকি কোনো দায়িত্ব দেওয়া হতে পারে তামিমকে! আজ ক্রিকেটারদের উইনিং বোনাস তুলে দেওয়ার অনুষ্ঠানে তামিমের প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফারুক।
তামিম কেন এসেছিলেন এবং তাঁর সঙ্গে কী আলাপ হয়েছে ফারুকের? বিসিবি সভাপতির উত্তরে অবশ্য ভেসে বেড়ানো গুঞ্জনের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি, ‘তামিম এসেছিল, আমি সভাপতি হওয়ার পর খেলোয়াড়দের সঙ্গে সেভাবে বসতে পারিনি। প্রথমত, ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করার জন্য। দ্বিতীয় হলো, যেহেতু কঠিন সময়, আমাদের লিগগুলো বিপিএল, এগুলো সময় মতো কীভাবে হবে, ওদের থেকে কিছু প্রস্তাব ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কীভাবে আমরা এগুলো ঠিকভাবে করতে পারি।’
তারপর সংবাদকর্মীদের পাল্টা প্রশ্ন ছুড়লেন ফারুক, ‘(তামিম) আপাতত খেলোয়াড়, অবসর নিয়েছি নাকি ও?’ দেশের ধারাভাষ্য কক্ষে ইতিমধ্যে অভিষেক হয়ে গেছে তামিমের। এবার দেশের বাইরেও সেই অপেক্ষা পুরোতে যাচ্ছে। সম্প্রচার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সিরিজে মাইক্রোফোন হাতে দেখা মিলবে তামিমের। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি—দুটি সিরিজে ধারাভাষ্য দেবেন বাংলাদেশ-ভারতের ছয়জন।
বাংলাদেশের তামিমের সঙ্গে থাকবেন স্বনামধন্য আতহার আলী খান। ভারতের থাকবেন রবি শাস্ত্রী, হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত ও মুরালি কার্তিক। বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম।
আরও খবর পড়ুন: