হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন ডমিঙ্গো

অবশেষে পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো। আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। 

বিসিবিকে গতকাল মেইল করে সিদ্ধান্তটি জানিয়েছেন ডমিঙ্গো। তাঁর পদত্যাগের বিষয়ে জালাল বলেছেন, ‘কাল রাতে সে আমাদের সিইওকে পদত্যাগের বিষয়টি মেইল করে জানিয়েছে। সঙ্গে বাংলাদেশ দলের প্রতি সে শুভকামনাও জানিয়েছে।’ 

দুই বছরের জন্য ২০১৯ সালের আগস্টে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ডমিঙ্গো। পরে ২০২১ সালে সেই চুক্তি বাড়ানো হয়। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করার কথা ছিল দক্ষিণ আফ্রিকার কোচের। সেই দায়িত্ব পালনের আগেই সড়ে দাঁড়ালেন তিনি।  

ডোমিঙ্গোর অধ্যায় শেষ হওয়ায় নতুন কোচ খোঁজাও শুরু করেছে বিসিবি। ইংল্যান্ডের বিপক্ষে আগামী সিরিজের আগেই নতুন কোচ পাওয়া যাবে বলে জানিয়েছেন জালাল। তিনি বলেছেন, ‘অবশ্যই দেখতে পারবেন। যাঁদের সঙ্গে আলোচনা চলছে তাঁদের মধ্যেই একজনকে দায়িত্ব দেওয়া হবে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা নামটা বলতে চাইছি না।’ 

ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে সাদা বলের সিরিজ। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস