হোম > খেলা > ক্রিকেট

পন্তের ২ কোটি টাকা হাতানো প্রতারক ক্রিকেটার পুলিশের জালে আটক

ছিলেন ক্রিকেটার। হয়েছেন প্রতারক। তাকে বিশ্বাস করে ঠকতে হয়েছে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তকেও। ভারতীয় ক্রিকেটারের ১.৬ কোটি রুপি বা ২ কোটি টাকা প্রতারণা করে হাতিয়েও নিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত পুলিশের জালে আটকা পড়েছেন ২৫ বছর বয়সী মৃণাঙ্ক সিং। 

হরিয়ানা রাজ্যের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছেন মৃণাঙ্ক। নিজেকে দাবি করতেন আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসের একজন ক্রিকেটার হিসেবেও। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মুম্বাইয়ের দলে ছিলেন মৃণাঙ্ক। একজন ক্রিকেটার হিসেবেই প্রতারণার জাল ছড়ান মৃণাঙ্ক। ধনী ও সুন্দরী নারী নিয়ে ছবি তোলা, দামি পাঁচ তারকা হোটেলে যাতায়াতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন। তাতে প্রভাবিত হয়ে ঠকতে হয়েছে পন্তকেও। 

২০২১ পন্তের কাছে নিজেকে একজন ব্যবসায়ী দাবি করেছিলেন মৃণাঙ্ক। বলেছিলেন, দামি ঘড়ি এবং গয়না বেচাকেনার ব্যবসা আছে তার। বিশ্বাস করে নিজের একটি দামি ঘড়ি বিক্রির জন্য মৃণাঙ্ককে দিয়েছিলেন পন্ত। বিনিময়ে ১.৬ কোটি রুপির একটি ভুয়া চেক পন্তকে দেন প্রতারক মৃণাঙ্ক। চেক ‘বাউন্স’ হওয়ায় পুলিশকে অভিযোগ করেন উইকেটরক্ষক ব্যাটার পন্ত। 

মৃণাঙ্কের নামে অভিযোগ আছে অসংখ্য। মডেলদের নিয়ে দামি হোটেলে পার্টি করতেন কিন্তু কখনোই বিল পরিশোধ করতেন না। দিল্লি পুলিশের কর্মকর্তা রবিকান্ত কুমার বলেছেন, ‘২০২২ সালে তাজ প্যালেস হোটেলে গিয়ে মৃণাঙ্ক বলেছিলেন, তিনি একজন নামী ক্রিকেটার এবং আইপিএলে খেলেছেন। সেখানে এক সপ্তাহের বিল ৫.৬ লাখ টাকা পরিশোধ করেননি তিনি। নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং কার্ডের তথ্যও দিয়েছিলেন ভুয়া।’ 

মূলত এরপর থেকেই মৃণাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। বান্ধবী নিয়ে হংকংয়ে যাওয়ার সময় বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করেন বিমান বন্দরের অভিবাসন কর্মকর্তারা। নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করেও শেষ পর্যন্ত অবশ্য রক্ষা পাননি মৃণাঙ্ক।

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান