Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

নাজমুলের ঝলকে খুশি ‘মুশি’

ক্রীড়া ডেস্ক

নাজমুলের ঝলকে খুশি ‘মুশি’

সমালোচনার জবাব বোধ হয় এভাবেই দিতে হয়! শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করে সব প্রশ্নের উত্তর দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

নাজমুলের সময়টা খারাপই যাচ্ছিল। ফেব্রুয়ারিতে উইন্ডিজ সিরিজে টেস্ট–ওয়ানডেতে ৭ ইনিংস মিলিয়ে করেছিলেন ৭৭ রান। নিউজিল্যান্ড সফরেও ছিলেন ব্যর্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাঁকে নিয়ে বেশ ব্যাঙ্গ–বিদ্রুপ হচ্ছিল। সব সমালোচনার জবাব দিতে নাজমুল বেছে নিলেন শ্রীলঙ্কা সফরকেই। সতীর্থের এই ব্যাটিং দেখে বেজায় খুশি মুশফিকুর রহিম। আজ ফেসবুকে মুশি লিখেছেন, ‘দুর্দান্ত সেঞ্চুরির জন্য তোমাকে অভিনন্দন। আমরা সবাই জানতাম ব্যাট হাতে ঝলক দেখানো শুধু সময়ের ব্যাপার। কেবল তো শুরু, এগিয়ে যাও। প্রথম সেঞ্চুরি সব সময়ই বিশেষ কিছু।’

পাল্লেকেলের সবুজ উইকেটে আজ শুরুতেই উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন তামিম ইকবাল ও নাজমুল। দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে নাজমুল গড়েছেন ১৪৪ রানের জুটি। ১০ রানের জন্য তামিম সেঞ্চুরি না পেলেও নাজমুল ঠিকই তুলে নিয়েছেন প্রথম সেঞ্চুরি। ধনঞ্জয় ডি সিলভাকে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে দেখা পেয়েছেন মাহেন্দ্রক্ষণের। চার বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথম তিন অঙ্ক ছুঁয়ে অবশ্য উদযাপনে ছিল না বাহুল্য। প্রথম দিন শেষে নিজের ইনিংস নিয়ে নাজমুল বলেছেন, ‘উদযাপন তেমন করিনি। আমার বিশ্বাস ছিল বড় ইনিংস খেলার। কাল আবারও ব্যাটিং করতে হবে আমাকে।’

সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নাজমুলকে যে মোটেও স্পর্শ করে না, সেটিই বললেন তিনি, ‘সত্যি বলতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের ব্যাপারে কিছুই জানি না। পরিবারের সদস্যরা বলছিল। আমি পাত্তা দিইনি। বুঝেছি তারা (ভক্তরা) আমার কাছে অনেক আশা করে । আমি আমার মতোই খেলেছি।’নাজমুলের ঝলকে খুশি ‘মুশি’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত

কোহলি-রোহিতদের জন্য আইপিএলেও কড়া নিয়ম

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

রোহিতকে ‘মোটা’ বলায় খেপেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

জ্যোতির ৮০ রানের ইনিংসের দিনে পুলিশের বাজে হার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে ফাইনালে উঠতে ভারতের লক্ষ্য ২৬৫

টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক, বাদ বাবর-রিজওয়ান

ভারতীয় ক্রিকেটারদের হঠাৎ কালো আর্মব্যান্ড পরার কারণ কী

নিউজিল্যান্ড ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার বড় দুশ্চিন্তা

৪ রানে ৬ উইকেট শেষ, ঢাকা লিগে বিজয়দের বাজে হার