হোম > খেলা > ক্রিকেট

গিলের রেকর্ড গড়া সেঞ্চুরি, ভারতের কাছে বিধ্বস্ত ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক    

রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেছেন শুবমান গিল (ডানে)। ছবি: ক্রিকইনফো

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি শুবমান গিল। আউট হয়ে গিয়েছিলেন ৮৭ ও ৬০ রানে। তবে তৃতীয় ওয়ানডেতে আজ আর হতাশ হতে হয়নি ভারতীয় ওপেনারকে। তাঁর রেকর্ড গড়া এক সেঞ্চুরিতে ভারত পেয়েছে ১৪২ রানের জয়।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৯৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন গিল। তাতে দুটি রেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সী ভারতীয় এই ব্যাটার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিন সংস্করণেই সেঞ্চুরি করলেন তিনি। এই মাঠে তিন সংস্করণে সেঞ্চুরি নেই আর কোনো ক্রিকেটারেরই। কোনো ভেন্যুতে তিন সংস্করণেই সেঞ্চুরির রেকর্ড আছে গিলসহ পাঁচ ক্রিকেোরের। বাকি সেই চার ক্রিকেটার হলেন—অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (অ্যাডিলেড), পাকিস্তানের বাবর আজম (করাচি), দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (সেঞ্চুরিয়ন) ও ফাফ ডু প্লেসি (জোহানেসবার্গ)।

গিলের দ্বিতীয় রেকর্ডটি হলো, ওয়ানডেতে ২৫০০ রানে তিনিই দ্রুততম। এই মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ৫০ ইনিংস। গিলের আগে এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। ৫১ ইনিংসে আড়াই হাজার রান করেছিলেন তিনি।

রেকর্ড গড়া সেঞ্চুরির ম্যাচটিতে গিল ১০২ বলে করেছেন ১১২ রান। ১৪ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা ভারত প্রথমে ব্যাটিং করে ৩৫৬ রানে অলআউট হয়েছে। তারা পুরো ৫০ ওভার। ৩৫৭ রানের লক্ষ্যে নেমে প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৮৪ রান করেছিল ইংল্যান্ড। তবে প্রথম পাওয়ার প্লের এমন বিধ্বংসী শুরু পরে ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সফরকারীরা ৩৪.২ ওভারে ২১৪ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেছেন টম ব্যান্টন ও গাস অ্যাটকিনসন। যার মধ্যে অ্যাটকিনসন ১৯ বলে ৬ চার ও ১ ছক্কা মেরেছেন। ভারতের আর্শদীপ সিং, হারশিত রানা, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া নিয়েছেন দুটি করে উইকেট। ওয়াশিংটন সুন্দর, কুলদীড যাদব পেয়েছেন ১টি করে উইকেট।

১৪২ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল ভারত। ম্যাচসেরা, সিরিজসেরা দুটি পুরস্কারই পেয়েছেন গিল। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি করেন ২৫৯ রান।

ভারতীয় বোর্ডের এমন নিয়মের কারণে হতাশ কোহলি

‘লিটনের থেকে অনেক কিছু শিখছে তামিম’

নিজের দলের ভরাডুবি হলেও তামিমের খেলা চমৎকার লেগেছে শাকিবের

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

সোহান-সাদমানের সেঞ্চুরির দিনে তামিমদের দুর্দান্ত জয়

শাকিব যদি প্রস্তাব দেন তাসকিন কি সিনেমা করবেন

আইপিএলকে টেক্কা দিতে সৌদির ৬ হাজার কোটি টাকা লিগের পরিকল্পনা

আবারও দিল্লির কপাল পুড়ল

এমবাপ্পের জোড়ায় বার্সাকে সরিয়ে শীর্ষে রিয়াল

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড