হোম > খেলা > ক্রিকেট

ঠান্ডায় ভক্তদের সঙ্গে সেলফি তুলতে পারছেন না পাপন

এই মুহূর্তে বাংলাদেশে তীব্র দাবদাহ চললেও ঠিক বিপরীত চিত্র ইংল্যান্ডে। বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শীত পড়ছে ইউরোপের দেশটিতে। এমন শীতেই আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ডের শহর চেমসফোর্ডে।

চেমসফোর্ডে আজ দ্বিতীয় ওয়ানডে দেখতে এসে অন্যান্যদের সঙ্গে শীতের প্রকোপে পড়েছেন নাজমুল হাসান পাপনও। ঠান্ডায় ভক্তদের সঙ্গে সেলফি তুলতে না পারার আক্ষেপ ঝরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্টের কণ্ঠে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমনটি জানিয়েছেন তিনি।

পাপন বলেছেন, ‘ব্যাপারটা হচ্ছে, এখানে অনেক দিন পরে এসেছি। সেদিন কিন্তু অনেক ছবি তুলেছি। আজকেও অনেকের সঙ্গেই ছবি তুলেছি। আসলে ঠান্ডা আমার সহ্য হচ্ছে না। আজ এত গরম কাপড়ও পরে আসিনি। ধারণা ছিল না আমাকে বাইরে আসতে হবে। বাংলাদেশ দলকে সমর্থকেরা যেভাবে সমর্থন করেন এটা কিন্তু আমাদের জন্য সাংঘাতিক।’

প্রথম ম্যাচেও চেমসফোর্ডে খেলা দেখতে এসেছিলেন পাপন। গত ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সে ম্যাচের ফল হয়নি। আজ অবশ্য ফল পাওয়ার সুযোগ রয়েছে। ৩২০ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৫। ১৩ রান করা নাজমুল হাসান শান্তর সঙ্গে ১০ রানে ব্যাট করছেন সাকিব আল হাসান।

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান