প্রথম দুই ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি রংপুর রাইডার্স। অবশেষে গ্লোবাল সুপার লিগে সেই অধরা জয় এল আজ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তানজিম হাসান সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে রংপুর।
টুর্নামেন্টে রংপুরের প্রথম জয়ের দিন ভাঙল মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। রংপুরকে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২৯ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড আজ গড়লেন নুরুল হাসান সোহান। দুইয়ে থাকা মাশরাফি রংপুরের অধিনায়ক ছিলেন ২৮ ম্যাচ।
১১৮ রানের লক্ষ্যে নেমে টপাটপ উইকেট হারাতে থাকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ ওভারে ৫ উইকেটে ২৭ রানে পরিণত হয় ওয়ারিয়র্স। এরপর ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৩৬ রানের জুটি গড়েন শাই হোপ ও গুড়াকেশ মোতি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে মোতিকে ফিরিয়ে জুটিটি ভাঙেন শেখ মেহেদী হাসান।
মোতি ১৫ রানে ফিরলে গায়ানার স্কোর হয়ে যায় ১২.২ ওভারে ৬ উইকেটে ৬৩ রান। নিঃসঙ্গ শেরপার মতো দলকে টেনে নেওয়া হোপ মিডল অর্ডারে আরও একটি জুটি গড়তে অবদান রাখেন। সপ্তম উইকেটে কিমো পল ও হোপ ২৪ বলে ২৬ রানের জুটি গড়েন। ১৭তম ওভারের দ্বিতীয় বলে পলকে বোল্ড করে জুটি ভাঙেন হারমিত সিং।
১২ বলে ১টি করে চার ও ছক্কায় ১৮ রান করে পল ফেরার পর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হাতে ছিল ৩ উইকেট। ২২ বলে করতে হতো ২৯ রান। এই সমীকরণটুকু মেলাতে পারেনি ওয়ারিয়র্স। ১৩ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১০২ রানে গুটিয়ে দলটি। রোমারিও শেফার্ডের উইকেট নিয়ে ওয়ারিয়র্সের ইনিংসের ইতি টেনেছেন কামরুল ইসলাম রাব্বি। ওয়ারিয়র্সের ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন হোপ। ক্যারিবীয় এই ব্যাটার ৪৪ বলের ইনিংসে মেরেছেন ২ চার।
রংপুরের সেরা বোলার রাব্বি নিয়েছেন ৪ উইকেট। ৩.১ ওভার বোলিং করে খরচ করেন ১৩ রান। দলটির ১৫ রানের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন খুশদিল শাহ। ৪৭ বলে করেন ৫৮ রান। ইনিংসে ২ চার ও ৪ ছক্কা মারেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক সোহান। পুরো ২০ ওভার ব্যাটিং করে ১১৭ রানে অলআউট হয়েছে দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন খুশদিল। গায়ানার সেরা বোলার ডোয়াইন প্রিটোরিয়াস ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন ইমরান তাহির, তানজিম সাকিব ও মোতি। যেখানে তাহির দলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ ৪ ওভার বোলিং করে খরচ করেন ২৪ রান। তানজিম সাকিব আজ নিয়েছেন সৌম্য সরকার ও খুশদিলের উইকেট। ৪ ওভারে দিয়েছেন ২১ রান।