হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে সিরিজ বাঁচাতে পারল না শ্রীলঙ্কা 

ক্রীড়া ডেস্ক

এক ম্যাচ হাতে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারত। আজ কলকাতার ইডেন গার্ডেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার দেওয়া ২১৬ রানের লক্ষ্য তাড়া করে উইকেটরক্ষক লোকেশ রাহুলের ফিফটিতে ৪৩.২ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে ভারত।

রানবন্যার প্রথম ওয়ানডেতে লড়াই করে হেরেছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ওয়ানডেতে তার ছিঁটেফোঁটাও দেখাতে পারেনি। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৩৯.৪ ওভারে ২১৫ রানে অলআউট হয় দাসুন শানাকার দল। শুরুতে ওপেনার আভিষেক ফার্নান্দোকে (২০) বোল্ড করে লঙ্কানদের চাপে ফেলে দেন মোহাম্মদ সিরাজ। তবে ধাক্কাটা সামাল দেন আরেক ওপেনার নুয়ানিদো ফার্নান্দো ও উইকেটরক্ষক কুশল মেন্ডিস (৩৪)।

দলীয় ১০২ রানে এই জুটি। এরপরই ধস নামে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপে। সিরাজ ও উমরান মালিকের তোপ ও কুলদীপ যাদবের ঘূর্ণির মুখে আর দাঁড়াতেই পারেনি লঙ্কানদের কেউ। কেবল অভিষেক ম্যাচ খেলতে নামা নুয়ানিদো (৫০) ফিফটি করে দলকে দুইশ’ পেরোনো স্কোর এনে দেন। শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা (২১) ও দুনিত ওয়ালেগে (৩২), চামিকা করুনারত্নে (১৭) ও কাসুন রাজিথা (১৭*) ইনিংস মেরামত করতে চেয়েও পারেননি। সিরাজ ও কুলদীপ দুজনেই পেয়েছেন সমান তিন উইকেট।

সহজ লক্ষ্য পেলেও ইনিংসের ১৫ ওভারের মধ্যে চার টপ-অর্ডার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে ভারত। ওপেনার শুভমান গিলের (২১) পর বিরাট কোহলিকে (৪) বোল্ড করে লঙ্কানদের স্বপ্ন দেখাতে শুরু করেন লাহিরু কুমারা। তার আগে অধিনায়ক-ওপেনার রোহিত শর্মাকে (১৭) বিদায় করেন করুনাত্নে। শ্রেয়াস আয়ারকে (২৮) জ্বলে উঠতে দেননি রাজিথা।

এরপরই হার্দিক পান্ডিয়াকে (৩৬) নিয়ে ৭৫ রানের জুটি গড়েন রাহুল। পান্ডিয়ার বিদায়ের পর অক্ষর প্যাটেলকে (২১) নিয়ে এগোতে থাকেন তিনি। জয়ের বাকি কাজটা সারেন কুলদীপকে (১০*) নিয়ে। ১০৩ বলে ৬ চারে ৬৪ রানে অপরাজিত থাকেন রাহুল। শুরুতে লঙ্কানদের চেপে ধরে ৫১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে কুলদীপ। 

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

সেকশন