হোম > খেলা > ক্রিকেট

হতাশাজনক টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তানের লক্ষ্য এখন চ্যাম্পিয়নস ট্রফি

তিনবারের চ্যাম্পিয়ন, দুবার রানার্সআপ—এই পরিসংখ্যানে স্পষ্ট যে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কতটা দুর্দান্ত দল। সবশেষ ২০২২ আসরেও এশিয়ার দলটি খেলেছে সেমিফাইনাল। সেই দলই এবার টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছে। তবে সবকিছু পেছনে ফেলে পাকিস্তানের লক্ষ্য এখন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। 

নিজেদের হতাশাজনক পারফরম্যান্সের সঙ্গে বৈরি আবহাওয়া—সবকিছুই পাকিস্তানের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বাদ পড়তে প্রভাব রেখেছে। যুক্তরাষ্ট্র, ভারত—হাতের নাগালে থাকা দুটি ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করে পাকিস্তান। যেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তান হেরে গেছে সুপার ওভারে। ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি পাকিস্তান। বাবর আজমের দল কানাডার বিপক্ষে জিতলেও তেমন দাপট দেখাতে পারেনি। সুপার এইটের ন্যূনতম আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তান চাতক পাখির মতো তাকিয়ে ছিল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচের দিকে। তবে ফ্লোরিডার বৈরী আবহাওয়া হতে দেয়নি পাকিস্তানের ‘লাইফলাইন ম্যাচ’টি। 

বাজে পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টজুড়ে পাকিস্তান দলকে সইতে হয় সমালোচনা। বাবরদের ড্রেসিংরুমের পরিবেশে অশান্তি চলছে—দলটির সাবেক ক্রিকেটাররা এমন অভিযোগও তোলেন। ফ্লোরিডায় গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটের সান্ত্বনামূলক জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করে পাকিস্তান। পাকিস্তানের নিয়ম রক্ষার ম্যাচে ম্যাচ-সেরা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। হতাশাজনক বিশ্বকাপ শেষে তিনি এখনই পাখির চোখ করছেন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিকে। টুর্নামেন্টটির আয়োজক পাকিস্তান এবং শুরু হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে। আইরিশদের বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিন বলেন, ‘আমাদের দেশবাসীর যেমন প্রত্যাশা, তেমন ক্রিকেট খেলতে পারিনি। বেশ কিছু জায়গায় আমাদের উন্নতি প্রয়োজন। চ্যাম্পিয়নস ট্রফি আসছে। আরও উন্নতি করতে হবে আমাদের এবং দল হিসেবে গড়ে উঠতে হবে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাবর। পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ে আইরিশরা আটকে যায় ৯ উইকেটে ১০৬ রানে। ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন শাহিন। তবে ১০৭ রানের লক্ষ্য তাড়া করতেও পাকিস্তানের হয়েছে কাঁপাকাঁপি অবস্থা। ৯ নম্বরে শাহিন যখন ব্যাটিংয়ে নামেন, তখনো পাকিস্তানের দরকার ১৪ বলে ১২ রান। হাতে ৩ উইকেট থাকলেও ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান বলে ম্যাচের ফল কী হবে, তা বলা যাচ্ছিল না। সব শঙ্কা দূর করে ৫ বলে ১৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন শাহিন। মেরেছেন ২ ছক্কা। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা পাকিস্তানের তারকা ক্রিকেটার বলেন, ‘সেটা আমার কাজ। একটু দেরিতেই আমি ব্যাটিং করতে এসেছি এবং মেরেছি। দলের এটা দরকার ছিল। ছক্কা মারার চেষ্টা করেছি সব সময়।’ 

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল