ক্রীড়া ডেস্ক
চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ানস। পাঁচবারের সেই চ্যাম্পিয়ন দলটিই এবার সবার আগে শেষ। গতকাল কলকাতা নাইট রাইডার্সের কাছে ২৪ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।
ম্যাচ শেষ হওয়ার পর তাই সামাজিক মাধ্যমের এক ভিডিওতে মুম্বাইয়ের কাহিনি খতম বলে জানিয়েছেন ইরফান পাঠান। দলটির কাহিনি শেষ হওয়ার পেছনে অধিনায়ককেই দায়ী করেছেন সাবেক বাঁহাতি পেসার। আইপিএলের শুরু থেকেই অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে সমালোচিত হয়ে আসছেন হার্দিক পান্ডিয়া। গতকাল তাঁর অধিনায়কত্ব দেখে একদম ধুয়ে দিয়েছেন পাঠান।
কাগজে-কলমে দল হিসেবে মুম্বাই দুর্দান্ত কিন্তু অধিনায়কই যে দলকে ডুবিয়েছে, সেটাই সামাজিক মাধ্যমের ভিডিওতে পাঠান বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ানসের কাহিনি এখানেই খতম। কাগজে দুর্দান্ত একটা দল মুম্বাই। তবে ব্যবস্থাপনাটা যারপরনাই বাজে। অধিনায়কত্ব হার্দিক পান্ডিয়াকে নিয়ে যে প্রশ্ন উঠেছে তা একদমই সঠিক।’
গতকাল কলকাতা একটা সময় ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচে ধুঁকছিল। সেখান থেকে দলকে ১৬৯ রানের সংগ্রহ এনে দেন ভেঙ্কেটেশ আইয়ার (৭০) এবং এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা মনিশ পান্ডে (৪০)। কলকাতাকে বাগে পেয়েও এমন সময় হার্দিক মূল বোলারদের না করিয়ে নমন ধীর নামে এক অফ স্পিনারকে বোলিংয়ে এনে ম্যাচ শেষ করে দিয়েছেন বলে জানিয়েছেন ইরফান পাঠান।
মুম্বাইয় ইন্ডিয়ানসের বিপক্ষে গতকাল ১২ বছর পর ওয়াংখেড়েতে জয় পেয়েছে কলকাতা। দলের দীর্ঘ অপেক্ষা খরা ঘোচানোর ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মিচেল স্টার্ক। ৩৩ রানে ৪ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ান পেসারের দুর্দান্ত ফর্মে আসাতেই কলকাতাকে এবারের আইপিএলে ভয়ংকর দল বলে ভিডিওতে জানিয়েছেন পাঠান। মুম্বাইয়ের আর তিন ম্যাচ বাকি রয়েছে। সব কটিতে জয় পেলেও শেষ চারে যাওয়ার আর সুযোগ নেই। বর্তমানে ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে হার্দিক পান্ডিয়ার দল।