হোম > খেলা > ক্রিকেট

মেয়েদের ডিপিএল থেকে সরে গেল দুই দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি মাসের শেষ দিকে মাঠে গড়ানোর কথা রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ। দুই দিন ধরে চলা দলবদল শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়। জাহানারা আলম ও রুমানা আহমেদসহ অনেকে আজ চুক্তিবদ্ধ হয়েছেন। 

দলবদলের উৎসবমুখর পরিবেশের মধ্যেই কিছুটা হতাশ রুমানা-জাহানারারা। নারী ডিপিএলে গত মৌসুমেও খেলেছিল ১১টি দল। শেষ সময়ে এসে শেখ রাসেল ও অ্যাজাক্স এবারের মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে। এবার ৯টি দল নিয়েই হবে লিগ। যার ফলে কিছু ক্রিকেটার দলহীন হয়ে পড়েছেন। 

শেখ রাসেল সরে যাওয়ার কথা কিছুদিন আগে বিসিবিকে জানিয়েছিল। একদম শেষ মুহূর্তে এসে অ্যাজাক্স ক্লাব সরে দাঁড়ায়। এ ব্যাপারে হতাশা প্রকাশ করলেন অলরাউন্ডার রুমান, ‘গতকাল থেকে শুরু হয়েছে আমাদের দলবদল। শুনেছি দুটি দল করছে না। কিছু খেলোয়াড় ওখান থেকে বেরিয়ে যাবে, তাদের কী হবে তা নিয়ে খারাপ লাগছে। হয়তো নিজেরা দল পাচ্ছি, কিন্তু ওই মেয়েদের কী হবে!’ 

দুঃখ প্রকাশ করেছেন পেসার জাহানারও। তবে তিনি জানিয়েছেন, গতকালই অ্যাজাক্স থেকে দুই ক্রিকেটারকে তাঁর দল আবাহনীতে নিয়েছেন। 

প্রথম বিভাগ থেকে উঠে আসা দুটি ক্লাব হলো কলাবাগান ও অ্যাজাক্স। মৌসুমের সব খেলাই হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও সাভারের বিকেএসপিতে। 

সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের ভিত্তিতে ঠিক হবে চ্যাম্পিয়ন-রানার্সআপ। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন