নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দাপুটে ব্যাটিং করে যাচ্ছেন এনামুল হক বিজয়। ডিপিএলে তো ছাপিয়ে গেলেন আগের সবকিছু। এবারের মৌসুমের শুরু থেকে আছেন দারুণ ছন্দে। এবার তাঁর ব্যাটে রাঙা হলো নতুন এক রেকর্ড।
লিস্ট ‘এ’র মর্যাদা পাওয়ার পর ডিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন বিজয়। ২ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে এখন পর্যন্ত তাঁর রান ৮৭৮। এর আগে ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে সাইফ হাসান ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে রান করেছিলেন ৮১৪।
লিগ পর্বে ১০ ম্যাচে ৮০৫ রান করেছিলেন বিজয়। সুপার লিগ পর্বে আজ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে করেছেন ৭৩ রান ।