হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেটারদের সংবাদমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ আকরামের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একজন খেলোয়াড় ভালো করলে যেমন প্রশংসা হয়, তেমনি খারাপ করলে হয় তার সমালোচনা। সংবাদমাধ্যমের ক্রিকেটারদের ভালো-মন্দ উভয় বিষয় নিয়ে দুই রকম খবর প্রকাশিত হয়। অনেক সময় সমালোচনার খবরগুলো ক্রিকেটারদের মানসিকভাবে চাপ বাড়িয়ে দেয়। 

তাই ক্রিকেটারদের সংবাদমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খান। উদাহরণ হিসেবে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের আগে ক্রিকেটারদের সংবাদমাধ্যম থেকে দূরে থাকার কথাও জানান ১৯৯৭ সালে আইসিসি ট্রফিজয়ী এই ক্রিকেটার। 

আজ মিরপুরে বাংলাদেশ টেস্ট দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আকরাম খান। তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের সংবাদমাধ্যম থেকে দূরে থাকতে হবে। এ জিনিসটা করলে ভালো হয়।’ 

ভারতীয় ক্রিকেটারদের উদাহরণ টেনে তিনি বলেছেন, ‘আপনারা দেখেছেন ভারত যখন চ্যাম্পিয়ন (২০১১ বিশ্বকাপ) হয়, তার আগে এক বছরের মতো কোনো ক্রিকেটারকেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দেখিনি। কারণ মিডিয়া ভালো করলে ভালো, আর খারাপ করলে নিউজগুলো পড়লে মানসিক চাপটা বেড়ে যায়। তাই ক্রিকেটারদেরকে সংবাদমাধ্যম থেকে একটু দূরে থাকতে হবে।’ 

একই সঙ্গে টেস্ট বোলাররা ভালো করলেও ব্যাটারদের ভালো না করার ব্যাখ্যা হিসেবে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘শুধু বোলিং না দল হিসেবে ভালো করতে হবে। ব্যাটারদের লম্বা ইনিংস খেলা খুব গুরুত্বপূর্ণ। একজন যদি ১৫০ করে, তাহলে বাকিদের দিয়ে ৩০০ সম্ভব। লম্বা ইনিংস না খেললে পারফরম্যান্স সম্ভব না।’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন